সমাজের আলো : সদর উপজেলার ঝাউডাঙ্গা গ্রামের সরকার পাড়ায় অসীম সরকার (৩৭) নামে এক ব্যক্তির বসত বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এসময় চোরেরা নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ প্রায় ৪ লাখ ৯ হাজার টাকার মালামাল নিয়ে গেছে।
এ ঘটনায় বুধবার (৬ এপ্রিল) ভুক্তভোগী অসীম সরকার বাদি হয়ে সাতক্ষীরা সদর থানায় অজ্ঞাত আসামী করে একটি মামলা (নং-১২) দায়ের করেছেন। অসীম সরকার একই গ্রামের (ঝাউডাঙ্গা) পঞ্চানন সরকারের ছেলে।
থানায় দায়েরকৃত মামলায় অসীম সরকার উল্লেখ করেন, গত ৩ এপ্রিল রাত ১টার দিকে আমি ও আমার পরিবারের সদস্যরা রাতের খাওয়া শেষে ঘুমিয়ে পড়ি। পরে ভোর সাড়ে ৫টার দিকে ঘুম থেকে উঠে দেখি আমার ঘরের দরজা ভাঙা ও খোলা। পরে দেখতে পাই আমার ঘরের মধ্যে থাকা কাঠের আলমারীর ড্রয়ার খোলা।
এসময় আমার চিৎকারে পরিবারের অন্য সদস্যরা দ্রুত ঘুম থেকে উঠে দেখতে পাই আমার ঘরের কাঠের আলমারীর ড্রয়ারে থাকা নগদ ২২০ টাকা ও ৪ লাখ ৮ হাজার টাকা মুল্যের বিভিন্ন প্রকার স্বর্ণের গহনা অজ্ঞাত চোরেরা নিয়ে গেছে।

