সমাজের আলো: এক গৃহবধূরকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক আহত হয়েছে। আহত অবস্থায় গৃহবধূরকে আটকে গাছের সাথে বেঁধে রেখে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার রাতে সদর উপজেলার মোহনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সাতক্ষীরা সদর উপজেলার মোহনপুর গ্রামের গৃহবধূর বোন আলেয়া খাতুন জানান তার বোন আছিয়া খাতুনের সঙ্গে একই গ্রামের নিজাম উদ্দিনির সঙ্গে হাঁস নিয়ে ঝগড়া হয়। এরই জের ধরে মাবুয়ার ,আশা,মাসুদসহ ৫\৬ জন আটকে রেখে তার বোনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে।ছুরি দিয়ে হাত ও মুখে আঘাত করে।এ সময় তার বোনকে ধরে নিয়ে বেঁধে রাখে।গ্রামবাসিরা উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে তার শরীরের ২ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
