সমাজের আলো: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গায় রাত হলে বাসা-বাড়িতে চুরির ঘটনা বেড়ে চলছে। বিভিন্ন এলাকায় প্রতিদিনই চুরির ঘটনা ঘটছে। ছিচকে ও গ্রিলকাটা চোরদের প্রকোপে মানুষ অতিষ্ট হয়ে পড়েছে সাথে বাড়ছে এলাকায় আতংক। ঘটনা সূত্রে জানা যায়, শুক্রবার ১৩ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে ঝাউডাঙ্গার ঘোষপাড়ায় সুশান্ত ঘোষের বউমা রিক্তা ঘোষ তার শিশু কন্যা সন্তানকে নিয়ে ঘর থেকে বাহিরে আসে সেই মুহূর্তে পাশের বাগান থেকে একজন মুখ বাঁধা ব্যক্তি বেরিয়ে এসে রিক্তার গলায় ছুরি ধরে তার গলায় থাকা ১ ভরি ওজনের স্বর্ণের চেইন ছিড়ে নিয়ে চলে যায়। তখন তার কোলে থাকা শিশু কন্যা সন্তান চিৎকার করায় শিশুটির হাতে ছুরির আঘাত করে চোর দৌড়ে পালিয়ে যায়। তাৎক্ষণিক মা ও শিশুটি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। অপরদিকে, পার্শ্ববর্তী এলাকা মোহরপুর দক্ষিণপাড়ায় বৃহস্পতিবার ১২ নভেম্বর গভীর রাতে আজিজুল সরদারের বাড়িতে দুর্বৃত্তরা চেতনানাশক ঔষুধ প্রয়োগ করে আনুমানিক ২ লক্ষ টাকার স্বর্ণের জিনিসপত্র নিয়ে গেছে দুর্বৃত্তরা। রাতে খাবার শেষে আজিজুল ও তার স্ত্রী ঘুমিয়ে ছিল। দূর্বৃত্তরা বারান্দার গ্রিল ও তালা কেটে চেতনানাশক ঔষুধ প্রয়োগ করে ঘরে থাকা স্বর্ণের গহনাসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়। ঐ রাতে পাশের এলাকায় মাহফিল শেষে আজিজুল সরদারের ছেলে কবিরুল সরদার বাড়িতে ঢোকামাত্র ৪-৫ জন মুখ বাঁধা দূর্বৃত্তরা দৌড়ে পালিয়ে যায়। ভুক্তভোগীদের অভিযোগ, বিভিন্ন পাড়া-মহল্লায় গ্রাম পুলিশের নিয়মিত টহলের অনুপস্থিতি এবং চুরির ঘটনায় তেমন কোনো প্রতিকার না পাওয়ার কারণে চোরদের বাড় এতটা বাড়তে পেরেছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *