সমাজের আলো : কুমিল্লার বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের ডেউয়াতলী কেন্দ্রে প্রিজাইডিং অফিসার ও পুলিশকে আহতের ঘটনায় ১১ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ওই কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। অভিযোগে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার গোলাম সারোয়ার ভূঁইয়াকে ছুরিকাঘাত করে পকেট থেকে ৪৪ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যাওয়ায় নির্বাচন সংশ্লিষ্ট ১৯ জন কর্মকর্তা-কর্মচারী ভাতা বঞ্চিত হন বলে উল্লেখ করা হয়। সোমবার (২৯ নভেম্বর) রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি ইকবাল বাহার মজুমদার। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলেও তিনি জানান।

