সমাজের আলো : কোন প্রকার টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের মূল্যবান নারিকেল ও মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগ উটেছে। তবে কি কারণে এসব গাছ কাটা হয়েছে সেটি জানেন না উপজেলা চেয়ারম্যান।
সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের কায়েকজন কর্মচারি নাম প্রকাশ
না করার শর্তে সাংবাদিকদের জানান, গত ৫ অক্টোবর উপজেলা
নির্বাহী কর্মকর্তঅল বাংলো সংলগ্ন পুকুর পাড়ের কয়েকটি
নারকেল গাছ এবং মেহগনি গাছ কোন প্রকার টেন্ডার ছাড়াই
কেটে ফেলা হয়। বর্তমানে গাছগুলো খন্ড খন্ড করে পুকুর পাড়েই
রাখা হয়েছে। কেটে ফেলা গাফের গুড়িগুলো গোপনে বিক্রির
প্রকিয়া ও চলছে। তবে কি কারণে এবং কেন কাটা হয়েছে তা
জানেন নাতারা।
এ ব্যাপারে জানতে চাইলে সদর উপজেলা চেয়ারম্যান
আসাদুজ্জামান বাবু’র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,
বিষয়টি কার জানা নেই।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা বলেন,
পরিষদের সিদ্ধান্ত মোতাবেক গাছগুলো কাটা হয়েছে। গাছগুলো
ঝড়ে পড়ে গিয়েছিল এবং একটি গাছে ব্রজপাত হয়েছিল। যে
কারণে পরিষদের কাজে লাগানোর জন্যই কাটা হয়েছে। তবে পরিষদের
মাসিক সভায় বা কোন বিশেষ সভায় গাছ কাটার সিদ্ধান্ত
রেজুলেশন আকারে হয়েছিল কিনা তা নিশ্চিত করতে পারেননি ওই
কর্মকর্তা।

