সমাজের আলো। ।চাঁদপুরের মতলব উত্তরে সড়কে গাছ ফেলে পুলিশের টহল গাড়িতে ডাকাতির চেষ্টা করেছে একদল ডাকাত। এই ঘটনায় পুলিশের তাড়া খেয়ে বেশ কয়েকজন পালিয়ে গেলেও তিন ডাকাতকে আটক করা হয়।

আটককৃতরা হচ্ছেন- মুন্সিগঞ্জের শুভ (২৬), নারায়ণগঞ্জের সফিক (২৮) ও মতলব উত্তরের দশানি এলাকার মোস্তফা (৩২)। এসময় আটক হওয়া ডাকাতদের কাছ থেকে বেশকিছু অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এরা সবাই আন্তঃজেলা ডাকাতদলের সদস্য। আজ রবিবার ভোররাতে উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের গালিমখাঁ মসজিদের সামনে এই ঘটনা ঘটে।
মতলব উত্তর থানার ওসি নাসিরউদ্দিন মৃধা জানান, তিনিসহ আরো কয়েকজন পুলিশ কর্মকর্তা মিলে ভোররাতে গাড়ি নিয়ে টহল দিচ্ছিলেন। এসময় ঘটনাস্থলে পৌঁছলে সাধারণ যানবাহন ভেবে সড়কে গাছ ফেলে কয়েকজন ডাকাত। ডাকাতদের কাছাকাছি তাদের গাড়ি পৌঁছামাত্র তারা এগিয়ে আসেন। এসময় তাতে পুলিশ দেখে ডাকাতরা দৌড়ে পালানো চেষ্টা করে। এই পরিস্থিতিতে পুলিশ শর্টগানের গুলি ছুড়লে এলাকাবাসী এগিয়ে আসে। এতে গণপিটুনির শিকার হয় তিন ডাকাত




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *