সমাজের আলো : মান্দায় সন্দেহভাজন এক মাদকব্যবসায়ীকে আটকের সময় হামলার শিকার হয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল। এ সময় হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যান ওই ব্যক্তি। আজ বুধবার উপজেলার বড়বেলালদহ এলাকায় এ ঘটনা হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- হাতকড়াসহ পালিয়ে যাওয়া খলিলুর রহমানের (৫০) স্ত্রী পারুল বেগম (৪৫) ও একই এলাকার বশির উদ্দিন মোল্লার ছেলে লাদু মোল্লা (৫০)। সবার বাড়ি মান্দা উপজেলার বড়বেলালদহ গ্রামে। জেলা ডিবির উপপরিদর্শক (এসআই) মহসীন আলী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল মান্দা উপজেলার বড়বেলালদহ গ্রামে খলিলুর রহমানের বাড়িতে আজ বুধবার অভিযান চালায়। খলিলুর রহমান এলাকায় মাদকব্যবসায়ী হিসেবে পরিচিত। এ সময় ২০ গ্রাম হেরোইনসহ খলিলকে আটক করা হয়। তাকে হাতকড়া পরিয়ে দেন ডিবি পুলিশের সদস্য আনোয়ার হোসেন। কিন্তু এসময় হঠাৎ আনোয়ারের ওপর হামলা করেন খলিলুর রহমানের স্ত্রী পারুল বেগম। তিনি রড দিয়ে আনোয়ার হোসেনকে বেধড়ক পেটাতে থাকেন।’ বিষয়টি নিয়ে হইচই শুরু হয়ে গেলে আরও অনেকে এগিয়ে আসেন। তখন খলিলুর রহমানের প্রতিবেশী লাদু মোল্লা একটি হাতুড়ি দিয়ে পুলিশ সদস্য আনোয়ার হোসেনকে মারপিট করেন। এ সময় খলিলুর হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *