সমাজের আলোঃ ডিম খাওয়ার অপরাধে পালিত কন্যাকে মুমূর্ষু রক্তাক্ত অবস্থায় গভীর রাতে বাইরে ফেলে রাখে
ফেনীতে সামান্য ডিম খাওয়ার অপরাধে পালিত কন্যাকে নির্মম ও অমানুষিক ভাবে নির্যাতন চালিয়েছে বাবা মা। আর নির্যাতনে কান্না করায় মুমূর্ষু রক্তাক্ত অবস্থায় গভীর রাতে বাইরে ফেলে রাখে তারা।পরে স্থানীয়রা আইনশৃংঙ্খলা বাহিনীকে খবর দিলে তারা মৃদুলাকে উদ্ধার করে।বর্তমানে শিশুটি শরীরের ক্ষত জখমের যন্ত্রণায় হাসপাতালের বিছানায় করছে ছটফট
শিশু নাজনিনকে ৬ বছর পূর্বে ফুলগাজী হতে দত্তক নেয় অভিযুক্ত পরিবার। কিন্তু পরবর্তীতে তারা বাচ্চাটিকে কাজের মেয়ে হিসেবে পরিচালিত করে।আমরা খেবর পেয়ে ভিকটিম কে উদ্ধার করি অভিযুক্ত গৃহ কর্তা জামাল উদ্দিন ও গৃহকর্তী নাজমা আক্তারকে আটক করি, তাদের বিরুদ্ধে যথাযত আ্ইনী ব্যবস্থা নেয়া হব। সে সুস্থ হলে সমাজ সেবা কার্যালয়ের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে
