ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়া থানা পুলিশ ১৩ জুলাই বৃহস্পতিবার রাতে আরাজি ডুমুরিয়া এলাকা থেকে ১ কেজি
গাজাসহ সালমা বেগম (৩২) নামের এক মাদক বিক্রেতা আটক করেছে।
ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) সেখ কনি মিয়া (বিপিএম) জানান, থানা পুলিশের চলমান মাদক বিরোধী অভিযানে পুলিশের একটি টিম উপজেলা সদরের আরাজি ডুমুরিয়া গ্রামের মাদক ব্যবসায়ী আরিফুল শেখের বাড়িতে অভিনব কৌশলের মাধ্যমে ঢুকে স্ত্রী সালমা বেগমের কাছে ১ কেজি গাজা উদ্ধার সহ আটক করে । তার বিরুদ্ধে ডুমুরিয়া থানায় মাদক আইনে একটি মামলা রুজু হয়েছে যার নং- ১১। এছাড়া পুলিশের অপর একটি অভিযানে একই এলাকার ইয়াছিন শেখ (৩০)নামের আরেক জনকে আটক করা হয়েছে। তার নিকট ১’শ গ্রাম পাওয়া গেছে।সে ওই এলাকার নুর ইসলাম শেখের ছেলে। মাদকসহ আটক দু’জনকেই আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

