সমাজের আলো : সাতক্ষীরা তালা উপজেলার ধানদিয়া ইউনিয়ন পরিষদ এর ৪ নং ওয়ার্ডে শালিসি বৈঠকে ভুক্তভোগীকে মারপিঠের অভিযোগ উঠেছে। সরজমিনে জানা জায় ধানদিয়া ইউনিয়ানের কাটাখালি- গ্রামের বাসিন্দা আঃ করিম শেখের ছেলে জিল্লুর শেখ তার এক কাঠা ডাঙ্গাজমি মৃত এরফান শেখের ছেলে জয়নাল শেখের কাছে ছয় হাজার টাকায় বন্ধক রাখেন। বন্ধকি জমি নিয়ে দুগ্রুপের মারামারি সংগঠিত হয়।
এতে করে জয়নাল স্হানীয় ভাবে বিচারের আশায় মেম্বর আনিছুর গাজী এর কাছে মৌখিক অভিযোগ দিলে মেম্বর আনিছুর জিল্লুর শেখ কে কাটাখালি বাজারে ডেকে আনে। জিল্লুর তারাবি নামাজ পড়তে যেতে চাইলে শালিসি জায়গা থেকে মিমাংসা না করে চলে যাবে না বলে অনেকের সামনে মেম্বর জিল্লুরকে অপমান অপদস্থ করে।
পরে একটা হট্টগোল হয়ে শালিস ভেস্তে যায়। শালিসে মেম্বর এর ছেলে টিপু শেখ বাপ বয়সি জিল্লুর শেখকে চড় মারায় এলাকার মানুষের মধ্যে একটা চাপা খোপের সৃষ্টি হয়েছে।
এদিকে জয়নাল এই সুযোগকে কাজে লাগিয় তার বাড়ির পিছনের সরকারি রাস্তার জায়গা দখল করে ঘর তৈরি করে। স্হানীয় মিলটনের অভিযোগে তালা উপজেলা এ্যাসিল্যাণ্ড তারেক রহমান সরেজমিন এ এসে কাজ বন্দ করে অপসারণ নিদ্দেশ দেন। এ্যাসিল্যাণ্ড এর নিদ্দেশ উপেক্ষা করে নির্মানাধিন ভিট অপসারণ না করে জয়নাল তার ক্ষমতার লেলিহা জানান দিচ্ছেন বলেও অনেকে অভিযোগ করেন।

