তালা প্রতিনিধি : তালায় স্কাউটস ভবন নির্মাণের জন্য জমি দান করায় বে-সরকারী সংস্থা উত্তরণ পরিচালক শহিদুল ইসলামেকে সংবর্ধনা প্রদান করা হয়। সোমবার (১৮ জুলাই) সকালে তালা উইমেন জব ক্রিয়েশন সেন্টারে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ^াস। তালা উপজেলা স্কাউটস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। উপজেলা স্কাউটস সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রুহুল কুদ্দুস, তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার শেখ মুস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস চন্দ্র দাস প্রমুখ।
উল্লেখ্য, সম্প্রতি তালা উপজেলা স্কাউটস এর ভবন নির্মাণের জন্য ০৮ (আট) শতাংশ জমি দান করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম বেসরকারি সংস্থা ‘উত্তরণ’। বুধবার (৬ জুলাই) বিকালে ইসলামকাটী সাব রেজিষ্ট্রি অফিসে উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম সংস্থার পক্ষ থেকে উক্ত জমি রেজিষ্ট্রি করে দেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *