সমাজের আলো। । তালার মুড়াগাছা গ্রামের প্রতিবন্ধী শেখ সিরাজুল ইসলাম তহিদকে ভিটেবাড়ি থেকে তাড়িয়ে দিতে ব্যার্থ হয়ে পৈতৃক জিনিস পত্র লুটপাট করে নিচ্ছে সিরাজুলের সৎমা ও ভাই বোনেরা। রেবেকা সুলতানা সৎ ভাই টুটুল ও সৎ বোন পুতুল। প্রতিবন্ধী সিরাজুলের পিতা নাসির উদ্দীন শেখ গত ১৭-০৬-২০২০ ইংরেজি তারিখে মারা যায়। পিতার মৃত্যুর পর থেকে সিরাজুলের সৎমা ও সৎ ভাই বোন ভিটা বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে নিজেরাই সবকিছু জোর দখলের ষড়যন্ত্র শুরু করে। বিষয়টি বিভিন্ন মহলে জানাজানি হলে পত্র পত্রিকায় একাধীক বার সংবাদ প্রকাশিত হয়। এক পর্যায়ে পারিবারিক ও এলাকাবাসির তিব্র নিন্দা ও চাপের মুখে সিরাজুলের সৎ মা পক্ষ ভিটাবাড়ি জোর দখলে ব্যার্থ হয়। সৎমা পক্ষ ভিটে বাড়ি দখলে ব্যার্থ হয়ে আরো ভয়ংকর রুপ ধারন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সিরাজুলের সৎমা পক্ষ গায়ের জোরে বাড়ির ছাগল হাঁস মুরগি সোফা খাট পালঙ্গ আলমারি সোকেচ ফ্রিজ টেলিভিশন গাছে ফল ক্ষেতের শাক শবজি সহ সকল পৈতৃক জিনিস পত্র লুটপাট করে নিচ্ছে। আনেক কিছু বিক্রি করে দিচ্ছে বলে জানা গেছে। বিয়টি এলাকায় জানাজানি হলে সাথে সাথে তিব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় বয়ে যায়। অনুসন্ধানে আরো জানা যায় সিরাজুলের সৎমা পক্ষ সিরাজুল ও তার আরেক ভাই তরুিকুল সৎ মায়ের অত্যাচারে ছোটবেলা থেকেই বাইরে থাকায় সৎমা পক্ষ নাসির শেখের বিষয় সম্পত্তি নিজেদের নামে লিখে নেয়ার জন্য নাসির শেখের উপর প্রচন্ড চাপ সৃষ্টি করে আসছিলো। কিন্তু নাসির শেখ তার প্রথম পক্ষের দুই সন্তানে কখনো সম্পত্তি হতে বন্চিত করতে রাজি হননি। আরো জানা যায় নাসির শেখ একজন হার্ডের রোগি ছিলেন যেজন্য তাকে নিয়মিত ওষুধ সেবন করতে হতো। কিন্তু বিষয় সম্পত্তি লিখে দিতে রাজি না হওয়ায় দ্বিতীয় স্ত্রি রেবেকা সুলতানা স্বামিকে মেরে ফেলার জন্য নাসির শেখের ওষুধ বন্ধ করে দেয় এবং নাসির শেখ হার্ড এ্যাটাকে মারা যায়। আরো জানা যায় সিরাজুলের সৎ বোন পুতুলের বিয়ের সময় নাসির শেখের প্রথম স্ত্রি সন্তানের বিষয়টি সৎমা পক্ষ গোপন রাখে।কারন হিসাবে জানা যায় সিরাজুলের সৎ বোনের ভয়ংকর একটি কলঙ্কিত ইতিহাঁস আছে। সেটি যদি সৎ ভাই বর পক্ষের সামনে ফাস করে বিয়ে ভেঙ্গে দেয় এজন্য তাদের পরিচয় গোপন রেখে পুতুলকে বিয়ে দেয়া হয়। এবিষয়ে প্রতিবন্ধী সিরাজুলের সাথে কথা বললে তিনি বলেন আমার সৎমা ও সৎ ভাই বোন এতই লোভী যে বিষয় সম্পত্তির জন্য তারা আমাদের যে কোন ক্ষতি করতে পিছপা হবেনা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *