সমাজের আলোঃ তালা উপজেলার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল এসময় সাথে ছিলেন তালা কলারোয়ায় সংসদ সদস্য এড মুস্তাফা লুৎফুল্লাহ। ক্ষতিগ্রস্থ ভেড়ীবাধ পরিদর্শন এর পূর্বে তালা উপজেলা সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ কপোতাক্ষ নদ খনন প্রকল্পের অধীন পাখীমারা বিলের টিআরএম এর ভেড়ীবাধ জরুরী সংস্কার, টিআরএম এর অধীন জমির মালিকদের ক্ষতিপূরণ প্রদান সংক্রান্ত এক মতবিনিময় সভায় যোগ দেন। এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সাতক্ষীরা ১ আসনের সংসদ সদস্য এড মুস্তাফা লুৎফুল্লাহ। সভায় কপোতাক্ষ নদ খনন, ক্ষতিগ্রস্থ বেরিবাধ সংস্কার, জমির মালিকদের ক্ষতিপূরণ প্রদান সংক্রান্ত বিস্তারিত আলোচনা হয়।

