সমাজের আলো : সাতক্ষীরা তালা উপজেলায় বীর মুক্তিযোদ্ধা গোলাম রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন।
মঙ্গলবার আসর বাদ নামাযের পর গার্ড অব অনার শেষে পারিবারিক কবরস্হান শুক্তিয়া গ্রামে তাকে দাফন করা হয়।গোলাম রহমান একই এলাকার রহিম সরদারের ছেলে। এর আগে সোমবার রাতে তিনি সাতক্ষীরা শহরের নিজস্ব বাস ভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন।তিনি দীর্ঘ দিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বলে নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে। গার্ড অব অনারে উপস্থিত ছিলেন, তালা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরাফাত হোসেন, খলিষখালী ইউপি চেয়ারম্যান সাবীর হোসেন, স্থানীয় ক্যাম্প ইনচার্জ মিজানুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিউদ্দীন প্রমূখ।
