শেখ সিরাজুল ইসলাম : তালার মুড়াগাছায় একই রাতে বিষ প্রয়োগে দুইটি ঘেরের দুই লক্ষাধিক টাকার মাছ নিধন করা হয়েছে । ঘেরের বাধের ওপর রোপন কৃত অগণিত কলাগাছ কেটে সাবাড় করার অভিযোগ উঠেছে। সরেজমিনে গিয়ে জানাযায়, মুড়াগাছা গ্রামের শহিদুল ইসলাম, মোঃ হাফিজুল হক শেখ পাশাপাশি দুজনে চার বিঘা করে দুটি ঘেরে গলদা, রুই, কাতলা, মৃগেল সহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছে। পাশে একই গ্রামের শেখ আয়ুব আলী মৎস ঘেরের বাধের ওপর বিভিন্ন প্রজাতির কলার চাষ করে আসছে। জমিজমা সংক্রান্ত পুর্ব শত্রুতার জের ধরে গত ইং ২৬মে ২০২১ রাতে একই গ্রামের শেখ আবুল কালাম, শেখ আনারুল ইসলাম, শেখ আব্দুর রউফ, রবিউল ইসলাম ঘেরে বিষ প্রয়োগে মাছ নিধন সহ কলাগাছ কেটে সাবাড় করেছে এমন অভিযোগ করেছেন হাফিজুল শেখ, শহিদুল ইসলাম ও শেখ আইয়ুব আলী। তবে এবিষয়ে ক্ষতিগ্রস্ত ঘের মালিক হাফিজুল শেখ এবং ক্ষতিগ্রস্ত কলা চাষী শেখ আইয়ুব আলী একসাথে কালাম শেখের বিরুদ্ধে অভিযোগ করেছেন বলে জানিয়েছেন। শহিদুলের ঘেরে বিষ প্রয়োগের বিষয়ে কালাম, আনারুল, রউফ ও বরিউল ইসলামের নিরুদ্ধে অভিযোগ করেছেন বলে জানিয়েছেন। ক্ষতিগ্রস্তদের দাবী উল্লেখিতরা দির্ঘদীন যাবৎ তাদের ঘেরে বিভিন্নভাবে ক্ষয় ক্ষতি করবে এমন হুমকি ধামকি দিয়ে আসছিল। ঘেরে বিষ প্রয়োগ সহ কলাগাছ কেটে ক্ষতিগ্রস্তদের ওপর চড়াও হয় হুমকি এবিষয়ে ১ম অভিযুক্ত শেখ আবুল কালামের কাছে মুঠোফেনে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করেন এবং বলেন আমাদের শত্রুতামূলক ভাবে ফাঁসানো হচ্ছে। এই ঘটনায় ক্ষতিগ্রস্তরা পৃথকভাবে খেশরা পুলিশ ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেছেন। খেশরা পুলিশ ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ (আইসি) মোঃ গোলাম রসুল মুঠোফোনে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

 
			 By সজীব মন্ডল, সহ-সম্পাদক
   By সজীব মন্ডল, সহ-সম্পাদক