শেখ সিরাজুল ইসলাম : তালার মুড়াগাছা এলাকায় চলছে কাইমুলের চুরির তাণ্ডব। প্রায়ই রাতে সংঘটিত হচ্ছে চুরি। এরই ধারাবাহিকতায় রবিবার দিবাগত রাতে সাংবাদিক শেখ সিরাজুল ইসলামের বড়িতে টিউবওয়েলের সাথে লাগানো মটর চুরি করে নিয়ে গেছে চক্রটি। তার দুইদিন আগে রাতে একই গ্রামের সরোয়ারের বাড়িতে চুরি করতে গিয়ে দরজা খুলেও ব্যর্থ হয়েছে। তার দুইদিন একই গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য শাহিন সরদারের বাড়ি থেকে একটি সাইকেল চুরি করে।
এই গ্যাংয়ের লিডার তালা উপজেলার খেশরা ইউনিয়নের মুড়াগাছা (হরিহরনগর) গ্রামের জিল্লা গোলদারের পুত্র এলাকার চিহ্নিত সন্ত্রাসী ছিনতাইকারী ও চোর কাইমুল গোলদার। চিহ্নিত এই গ্যাং লিডার (৩ জুন) রাত আনুমানিক ২ টার সময় নিজ গ্রামের কালাম সরদারের পুত্র ওলিয়ার সরদারের ঘরে চুরি করতে গিয়ে ধরাশায়ী হয়। চুরি করতে ঘরে ঢোকার সময় বুঝতে পেরে ওলিয়ার সহ বাড়ির লোকজন কাইমুলকে ধরে ফেলে। রাতে আটকের পর কাইমুলকে শেকল দিয়ে বেধে রাখা হয়। সকালে এলাকার শতশত জনগন ও গন্যমান্য ব্যক্তিবর্গের সামনে ওলিয়ার সরদার ভয়ে দুর্ধর্ষ গ্যাং লিডার কাইমুলের বিরুদ্ধে মামলা করতে রাজি না হওয়ায় স্থানীয় ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মুচলেকা নিয়ে কাইমুলকে তার মা এবং স্ত্রীর হাতে তুলে দেন। কাইমুলের বিরুদ্ধে চুরি ছিনতাই সহ অসংখ্য অভিযোগ রয়েছে। এছাড়া কাইমুলের বিরুদ্ধে অস্ত্র সহ একাধীক মামলাও রয়েছে বলে জানাগেছে। কাইমুল এর সাথে জলদস্যু ও বনদস্যুদের সম্পৃক্ততা থাকার অভিযোগও পাওয়া গেছে। দস্যুতা করে সুন্দরবন এলাকা থেকে ফেরার পথে ব্যাগ ভর্তি টাকা ও আগ্নেয়াস্ত্রসহ কাইমুল প্রশাসনের হাতে আটক হয়েছিল বলে জানা গেছে। কাইমুল সম্পর্কে খোঁজ নিয়ে আরো জানাগেছে, চুরি ছিনতাই সহ বিভিন্ন অপরাধ মুলক কাজ করার জন্য কাইমুলের বিশাল একটি গ্যাং রয়েছে। আর এই গ্যাংটিকে শেল্টার দিচ্ছে এলাকা এবং বাইরের অজ্ঞাত কিছু ক্ষমতাধর মানুষ। কাইমুলের শেল্টার দাতা হিসাবে এলাকার একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও একজন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতির নাম শোনা যাচ্ছে। কাইমুলের চুরির যাবতীয় মালামাল রক্ষনাবেক্ষন ও কেনা বেচা করেন অবসরপ্রাপ্ত এই সেনাসদস্য বলে গোপন সু্ত্রে জানাগেছে। এছাড়া এলাকাবাসী আরো বলেন, কাইমুলের বিরুদ্ধে কারা ব্যবস্থা নেবে যারা ব্যবস্থা নিবে তাদেরকে নিয়মিত মাসোহারা দেয় বড় বড় মাছ মাংস খাওয়ায, যে কারণে কাইমুল বারবার বড় বড় অপরাধ করেও পার পেয়ে যাচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। নিজ এলাকা সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় বাড়িতে দোকানে চুরি, মাঠের শ্যালো মেশিন চুরি, কম্পিউটার মনিটর চুরি, মোটরসাইকেল ইজিবাইক ছিনতাই সহ এমন কোন অপকর্ম নেই যা কাইমুল গ্যাং করেনা। এছাড়াও কাইমুলের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগও রয়েছে। এখনই প্রতিহত করতে না পারলে ভবিষ্যতে গ্যাংটি ভয়ঙ্কর রূপ ধারণ করবে এমনটাই দাবি এলাকাবাসীর। এলাকায় একের পর এক চুরির বিযয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি রাসেলের সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন, কাইমুল কে আটকের ব্যবস্থা করা হচ্ছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *