সমাজের আলো : পাটকেলঘাটার সরুলিয়া ইউনিয়ন সেচ্ছাসেবকদলের নেতা মোটর সাইকেল দূর্ঘটনায় মারাত্মক আহত হয়ে ২১ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার রাত ১২ টার সময় খুলনা কেয়ার হাসপাতালে মারা গেছে।
নিহত খোরশেদ আলম সরদার (৩০) পাটকেলঘাটার যুগিপুকুরিয়া গ্রামের আফসার সরদারের ছেলে। বিবাহিত জীবনে একমাত্র কন্যা সন্তানের জনক ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শনিবার যোহরের নামাজের পর জানাজা নামাজ শেষে যুগিপুকুরিয়া পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নিহতের ভাই আবুল কালাম জানান গত ৭ জানুয়ারী রাত সাড়ে ৯ টার দিকে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানাধীন শাকদহা ব্রীজ সংলগ্ন সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়। আহতাবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে খুলনা কেয়ার হাসপাতালে পাঠানো হয়। এদিকে ২১ দিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইউপি সদস্য নাজিম উদ্দীন সানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

