তালা প্রতিনিধি : তালার মোবারকপুরে বে-সরকারী উন্নয়ন সংস্থা উত্তরণ গেষ্ট হাউজে (আইডিআরটি) হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে অফিসের বাবুর্চি ধুলন্ডা গ্রামের জিয়াদ আলী শেখের পুত্র শাহিনুর ইসলাম (৪৩) ও নৈশপ্রহরী রহিমাবাদ গ্রামের মৃত আব্দুস সাত্তার সরদারের পুত্র মোঃ নাজমুল ইসলাম শাওন (২৫) গুরুতর আহত হয়। বর্তমানে তারা তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। এ ঘটনায় তালা থানায় এজাহার দাখিল করেছে ভুক্তভোগিরা। তালা থানার ওসি মোঃ মমিনুল ইসলাম পিপিএম বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তালা হাসপাতালে চিকিৎসাধীন শাহিনুর ইসলাম জানান, মোবারকপুর উত্তরণের আইডিআরটিতে (গেস্ট হাউজ) প্রশিক্ষণসহ প্রতিষ্ঠানের সকল কার্যক্রম পরিচালিত হয়। দেশ-বিদেশের গুরুত্বপূর্ন ব্যক্তিবর্গ এখানে অবস্থান করে থাকেন। উক্ত কার্যালয়ের দক্ষিণ গেটের পূর্বপাশের্^ উত্তর-দক্ষিণ রাস্তাটি কপোতাক্ষ নদের পাড় হতে খুলনা-পাইকগাছা মহাসড়কের সাথে মিশে গেছে। মোবারকপুর গ্রামের সোবহান শেখের নিকট থেকে হরিশচন্দ্রকাটি বিলের কৃষি জমির মাটি ক্রয় করে ইটের ভাটার মালিক মহান্দী এলাকার সাধন কবিরাজের পুত্র প্রকাশ কবিরাজ। উক্ত মাটি উত্তরণ অফিসের পূর্বপাশের রাস্তা দিয়ে অনুমাদনবিহীন ট্রাক দিয়া বহন করে আসছিল। এতে করে রাস্তা ভেঙ্গে চলাচলের অনুপযোগি হয়ে পড়ে। এক পর্যায়ে অফিসের প্রশাসন বিভাগের পক্ষ থেকে বিয়য়টির প্রতিকার পাবার জন্য গত মঙ্গলবার (২৩ জানুয়ারি) তালা থানা পুলিশের নিকট আবেদন করিলে থানার এএসআই মোঃ আবুল হোসেন বিকালে ঘটনাস্থলে এসে ট্রাকে মাটি বহন বন্ধ করে দেয়। কিন্তু পুলিশের নির্দেশ অমান্য করে পুনরায় ট্রাকে করে মাটি বহন করতে থাকলে তাদেরকে অনুরোধ করলে তাদের সাথে কথা কাটাকাটি হয়। এরই সূত্র ধরে সন্ধ্যা ৭টার দিকে ভাটা মালিক প্রকাশ কবিরাজ ও তার সহযোগী নলতা গ্রামের ভীম বসুর পুত্র শ্রীবাস বসুর নেতৃত্বে ১০/১২টি মোটর সাইকেলযোগে উত্তরণ গেস্ট হাউজের গেটে এসে শক্তির মহড়া প্রদর্শন করে ত্রাস সৃষ্টি করতে থাকে। এক পর্যায়ে তারা গেটের ভিতর জোরপূর্বক প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময় অফিসের নৈশ প্রহরী নাজমুল ইসলাম শাওন এগিয়ে এসে গালিগালাজের কারণ জানতে চাইলে তারা এলোপাতাড়ি মারপিট করে শরীরের বিভিন্নস্থানে জখম করে।
এ সময় অফিসের বাবুর্চি শাহিনুরসহ কয়েকজন নৈশ প্রহরী এগিয়ে আসলে তাদেরকে ধাওয়া করে অফিস ক্যাম্পাসে প্রবেশ করে মারপিট করে। এক পর্যায়ে তাদের হামলায় বাবুর্চি শাহিনুর গুরুতর রক্তাক্ত জখম হয়। পরে তালা থানা পুলিশের এসআই মোঃ হাসানের নেতৃত্বে একদল পুলিশ ঘটাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে শাহিনুর ও শাওন তালা হাসপাতলে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে ইটভাটা মালিক প্রকাশ কবিরাজ বলেন, মাটি বহনকে কেন্দ্র করে কয়েকজনের সাথে কথা কাটাকাটি হয়েছে। এদিকে শুক্রবার সকালে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ আম্বিয়া সুলতানা হাসপাতালে চিকিৎসাধীন শাহিনুর ইসলামকে দ্রুত সিটি স্ক্যান করার পরামর্শ প্রদান করেন।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমিনুল ইসলাম পিপিএম জানান, ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

