তালা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটা থানায় আটক কথিত আওয়ামী পেশাজীবী লীগনেতা আব্দুর রহমানের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। আব্দুর রহমান (৫৯) তালার তৈলকুপি গ্রামের মৃত শেখ ফজর আলীর ছেলে এবং নিজেকে কথিত পেশাজীবী লীগনেতা বলে নিজেকে দাবী করে। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জেল্লাল হোসেন জানান, বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা ডিবি পুলিশ ও থানা পুলিশের যৌথ অভিযানে জালিয়াতি মামলায় আব্দুর রহমানকে গ্রেফতার করা হয়। পরে তার বাড়ি তল্লাশী করে ৫ বোতল ফেনসিডিল, ১৫পিচ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তিনি আরও জানান, জিজ্ঞাসবাদে সে সরকার দলীয় পরিচয় ব্যবহার করে জেলার বিভিন্ন স্থানে জালিয়াতি, প্রতারণাসহ মাদক ব্যবসা করে আসছিল বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আরও একটি মামলা (যার নং- ৭, তাং- ২৫/১০/২০২০) রুজু করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পাটকেলঘাটার স্থানীয় এক বাসিন্দা ও জেলা যুবদল নেতা(নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, আব্দুর রহমান ২০০২ সালে বিএনপি’র সক্রিয় কর্মী থাকাকালিন কুমিরা গ্রামের জামাল সরদারের ছেলে আনিছুর রহমানের বাসায় গরু চুরি করে আটক হন। অত:পর এক প্রভাবশালী নেতার সুপারিশে কিছু টাকা জরিমানা দিয়ে সে যাত্রায় পার পেয়ে যায়। ২০০৯ সালে আওয়মী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে তিনি আওয়ামী লীগের লেবেল লাগিয়ে দাপিয়ে বেড়ান। ২০১৩-১৪ সালের দিকে তৎকালীন পাটকেলঘাটা থানার এক ওসি’র নাম ব্যবহার করে নিরিহ লোকজনকে নাশকতা ও ক্রসফায়ারের ভয় দেখিয়ে লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করে বেড়াত। পরবর্তীতে ঐ ওসি মামুনুর রশিদ ঘটনাটি বুঝতে পেরে তাকে ডিবি পুলিশের সহযোগিতায় প্রতারণা মামলায় গ্রেফতার করে জেলে পাঠিয়ে দেন। জেল থেকে বেরিয়ে এসে সে নিজেকে কখনও মানবাধিকার কর্মী, কখনবা কথিত সাংবাদিক, সর্বশেষ আওয়ামী পেশাজীবী লীগের কেন্দ্রীয় নেতা পরিচয়ে দাপিয়ে অপকর্ম করে বেড়াত। তার দাপট এতটা ছিল যে ভয়ে কেউ মুখ খোলার সাহস পেতনা। তিনি আরও জানান, ২০০৪ সালে তৎকালীন তালা উপজেলা চেয়ারম্যান এবিএম আলতাফ হোসেন হত্যা মামলার বাদী হয়ে সে বিভিন্ন স্বনামধন্য ব্যক্তিদের মামলায় জড়িয়ে হাতিয়ে নিয়েছে মোটা অংকের অর্থ। এক সময় যে কুঁড়েঘরে থাকত আর সে এখন লাখপতি। গত ২ মাস আগে আব্দুর রহমান ও তার এক সহযোগী ফরিদকে পল্লী বিদ্যুৎতের সদর দপ্তরের সামনের টল দোকান থেকে গাঁজাসহ পুুুুলিশের কাছে আটক হয়ে জেল খাটেন। কিছুদিন আগে জামিনে মুক্তি পেয়ে আবারও বেপরোয়া হয়ে ওঠে। এদিকে তার গ্রেফতার হওয়ার কথা শুনে এলাকাবাসীর মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *