তালা প্রতিনিধি : তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী প্রভাষক প্রনব ঘোষ বাবলুকে বিজয় করার লক্ষ্যে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০মার্চ) বিকালে খলিলনগর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে খলিলনগর হাইস্কুল চত্ত্বরে সমাবেশের সভাপত্বিত করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সরদার ইমান আলী। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন খলিলনগর নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রনব ঘোষ বাবলু। কর্মী সভায় বক্তব্য রাখেন তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নূরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার, সাতক্ষীরা জেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন,দফতর সম্পাদক শেখ হারুন-উর-রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট অনিত কুমার মুখার্জী, তালা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মীর জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক ও তালা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদি, খলিলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোড়ল সিরাজুল ইসলাম,তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাংবাদিক তপন চক্রবর্তী, আওয়ামী লীগনেতা মোঃ আফজাল হোসেন, ইউনিয়ন সেস্বছাসেবক লীগের সভাপতি দীপায়ন মন্ডল প্রমুখ। সভায় বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ,কৃষকলীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। উক্ত সভায় অতিথিবৃন্দসহ বক্তারা আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে খলিলনগর ইউনিয়ন থেকে নৌকা প্রতীকের প্রার্থী প্রভাষক প্রণব ঘোষ বাবলুকে বিজয়ী করার জন্য সকল নেতা-কর্মীকে একত্রিতভাবে কাজ করার আহবান জানান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *