সমাজের আলো : সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে তালার খলিলনগর গ্রামের মো. ইমামুল ইসলাম নামের এক নিরীহ যুবকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। দীর্ঘদিনেও চাকরি কিংবা দেওয়া টাকা ফেরৎ না পেয়ে ভুক্তভোগী যুবক ইমামুল অবশেষে পুলিশের সহযোগিতায় সম্পূর্ণ টাকা ফেরৎ পেতে চলেছে।

উপজেলার খলিলনগর গ্রামের মো. লুৎফর রহমান গাজীর ছেলে মো. ইমামুল ইসলাম জানান, অর্থ মন্ত্রনালয়ের অফিস সহায়ক পদে চাকরি পাবার আশায় তিনি একই ইউনিয়নের মাছিয়াড়া গ্রামের মো. নজরুল ইসলাম শেখ’র ছেলে প্রতারক রুহুল আমীনের খপ্পড়ে পড়ে ৬লক্ষ টাকার চুক্তিতে নগদ ৬৫ হাজার টাকাসহ স্বাক্ষরকৃত ব্লাঙ্ক ব্যাংক চেক ও ২টি ব্লাঙ্ক স্ট্যাম্প প্রদান করেন। কিন্তু দীর্ঘ ৯ মাসের ব্যবধানেও তিনি চাকরি পাননি। পরে দেয়া ৬৫ হাজার টাকাসহ চেক ও স্ট্যাম্প ফেরৎ চাইলে রুহুল আমীন নানান অযুহাত দেওয়ার এক পর্যায়ে হুমকি দিয়ে আসছিল। এরমধ্যে রুহুল আমীন তার কাছে থাকা স্বাক্ষরকৃত ব্যাংক চেক ও স্ট্যাম্প’র অপপ্রয়োগ করে ইমামুলের বিরুদ্ধে উল্টো ১০ লক্ষ টাকা পাওনা দাবী করে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। এঘটনায় স্থানীয় পর্যায়ে একাধিকবার গ্রাম্য সালিস অনুষ্ঠিত হয়। কিন্তু ঘটনা সমাধান না হওয়ায় ক্ষতিগ্রস্ত দরিদ্র যুবক ইমামুল ইসলাম ঘটনার প্রতিকার পেতে তালা উপজেলা নির্বাহী অফিসারের গণশুনানীতে অভিযোগ দায়ের করেন। কিন্তু প্রতারক রুহুল আমীন গণশুনানীতে হাজির না হওয়ায় উপজেলা নির্বাহী অফিসার বিষয়টির ব্যবস্থা নিতে তালা থানা পুলিশের নিকট প্রেরণ করেন।

এবিষয়ে সোমবার (২৫ জুলাই) রাতে খলিলনগর পুলিশ ক্যাম্পে সালিস সভা অনুষ্ঠিত হয়। সালিসে ক্যাম্পের আইসি এসআই জিয়াসহ পুলিশ বাহিনীর সদস্য এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সালিসের একপর্যায়ে প্রতারক রুহুল আমীন টাকা নেওয়ার কথা স্বীকার করে নগদ ১০ হাজার টাকা ফেরৎ প্রদান করেন এবং বাকি টাকাসহ চেক ও স্ট্যাম্পগুলো অতিদ্রুত ফেরৎ প্রদানের অঙ্গিকার করেন। ক্যাম্প পুলিশের নিরপেক্ষ এবং সফল সালিস সভার প্রশংসা করেছেন এলাকার শান্তি প্রিয় মানুষ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *