সমাজের আলোঃ চাচা ভাইজীকে শারীরিক নির্যাতন চালিয়েছে। বৃহস্পতিবার রাত আটটায় তালা উপজেলার ভাতিজি নিজ বাড়ী নগরঘাটা সিরাজের বাশতলা নামক স্হানে ঘট।
তালা উপজেলার নগরঘাটা গ্রামের সিরাজের বাশতলা এলাকার এক ভ্যান চালকের মেয়ে (১৭)কে তারি চাচা মৃত সোবহান মোড়লের ছেলে রহিম বুধবার রাত আটটার দিকে ধর্ষন করে।পরে মেয়েটি অসুস্হ হয়ে পড়লে ঘটনাটি তার মা ও বাবাকে জানায়।পিতা মাতা বাড়ীতে আসলে বিষয়টি জানাজানি হয়ে যায়।মেয়েটির পরিবার গরীব হওয়ায় ও লোক লজ্জার ভয়ে মামলা করছে না।তবে মেয়েটির পরিবারের সাথে ৫০হাজার টাকায় ধর্ষনকারী রহিম মিমাংসা করেছে বলে স্হানীয়রা জানিয়েছেন।
রহিম এলাকায় ভ্রাম্যমাণ পতিতার দালাল বলে এলাকায় পরিচিত। এবিষয়ে ধর্ষক রহিমের কাছে জানতে চাইলে সে এ প্রতিবেদককে জানায় মেয়েটি আমার ভাতিজী হয়।

