জুয়া (তাস) খেলার আসরে পুলিশের অভিযানের সময় পালাতে গিয়ে আবুল হোসেন (৫৫) নামক জুয়াড়ির মৃত্যু হয়েছে। এসময় দুই জুয়ারীকে আটক করাসহ জুয়া (তাস) খেলার সরজ্ঞাম উদ্ধার করেছেন পুলিশ।

বুধবার রাত সাড়ে আটটার দিকে তালার মাগুরা ডাঙ্গা গ্রামের প্রগতির মোড় নামক স্থানে এঘটনা ঘটে। নিহত আবুল হোসেন ওরফে জমিদার(৫৫) মাগুরাডাঙ্গা গ্রামের জব্বার মোড়লের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাগুরা ইউনিয়নের মাগুরা ডাঙ্গা গ্রামে জুয়া খেলা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে তালা থানার এস আই রাজীব সরদার ও এ এস আই মোজাম্মেল অভিযান পরিচালনা করে। জুয়াড়ীদের ধাওয়া দিলে কয়েকজন জুয়াড়ী পলায়ন করেন এবং ঘটনাস্থল থেকে দুই জুয়াড়ীসহ জুয়া খেলার সরজ্ঞাম তাস ও নগদ কিছু টাকা উদ্ধার করা হয়। তবে ওই জুয়াড়ীদের মধ্যে মৃত্যু ব্যক্তি ছিলেন কিনা সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না।
স্থানীয়রা জানান, মাগুরার প্রগতির মোড়ে জুয়াড় আসরে পুলিশ ধাওয়া দিলে আবুল ওরফে জমিদার দৌড়ে পালানোর চেষ্টা করেন। পালানোর সময় কোন বস্তুতে আঘাত প্রাপ্ত হয়ে সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (তালা-পাটকেলঘাটা) মোঃ সাজ্জাদ হোসেন জানান, পুলিশ জুয়াড়ীদের আসরে অভিযান পরিচালনা করেন। এসময় কয়েকজন জুয়াড়ী পলায়ন করেন। তাদের মধ্যে সম্ভাবত আবুল ওরফে জমিদার ছিল। তিনি পরে বাড়িতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
সমাজের আলো।।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *