তালা প্রতিনিধি : তালা উপজেলার মদনপুর বাজারে তামাকের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। যুগের যাত্রী সংস্থার উদ্যোগে ডব্লিউবিবি ট্রাস্ট ও বাংলাদেশ তামাক বিরোধী জোটের সহযোগিতায় সোমবার (১৯ ডিসেম্বর) মদনপুর বাজারে ‘ধুমপানের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণের বিধান নিষিদ্ধ করা হোক’ শীর্ষক অবস্থান কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিশারী সংস্থার পরিচালক আওসাবুর রহমান আরজু, সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন, যুগের যাত্রী পরিচালক মোঃ ইমদাদুল হক, চিকিৎসক আব্দুল জলিল, ঔষুধ ব্যবসায়ী সুমন হোসেন, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ এবাদুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন যুগের যাত্রী সংস্থার কর্মসূচি সংগঠক মোহাম্মদ আব্দুল্লাহ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *