সমাজের আলোঃ সাতক্ষীরার তালা উপজেলার পল্লীতে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে (১২) জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩১ জুলাই) সকালে উপজেলার খেশরা ইউনিয়নের শাহাজাতপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। ঐ শিশুটি উত্তর শাহজাদপুর গ্রামের সাত্তার সরদারের মেয়ে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় ঐ শিশুর পিতা সোমবার তালা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
ঐ শিশুর পিতা জানান, শুক্রবার তার মেয়ে বাড়িতে একা ছিল। সকালে প্রতিবেশী মৃত আনার উল্যাহ সরদারের লম্পট ছেলে আমানুল্লাহ সরদার (৪০) শিশু মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে। এক পর্যায়ে মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সে পালিয়ে যায়।
শিশুর পিতা আরো জানান, তার মেয়েকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিল লম্পট আমানুল্লাহ। প্রস্তাবে রাজি না থাকায় প্রায় সময় সে ভয়-ভীতি দেখাতো। এদিকে ঘটনা ধামাচাপা দিতে মরিয়া হয়ে ওঠে স্থানীয় একটি মহল। তারা এ ঘটনায় মামলা না করার জন্য হুমকি ধামকি দিয়ে আসছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী জাহিদ সরদারের স্ত্রী মুসলিমা বেগম জানান, শিশু মেয়েটি চিৎকারে ছুটে গিয়ে দেখি লম্পট আমানুল্লাহ মেয়েটির সাথে জোর জবরদস্তী করছে। আমার উপস্থিত টের পেয়ে দৌঁড়ে পালিয়ে যায়। তিনি আরো বলেন, লম্পট আমানুল্লার লালসার শিকার হয়েছে অনেকেই। কিন্তু লোক লজ্জার ভয়ে ধামাচাপা পড়ে যায়।
তবে এ ব্যাপারে আমানুল্লাহ সরদারের সাথে কথা বলার চষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। তিনি গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী রাসেল বলেন, শিশুর পিতা একটি অভিযোগ দায়ের করেছে। বিষয়টি তদন্ত করে আসামীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

