তালা প্রতিনিধি ঃ তালা উপজেলার বালিয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৩ জন গুরুগর আহত হয়েছে। আহতরা হলেন উপজেলার বালিয়া গ্রামের মৃতঃ জব্বার মোড়লের স্ত্রী বিধবা লাভলী বেগম (৩৬), পুত্র নাহিদ হোসেন (১৮) ও ভাসুরের পুত্র শাহিন মোড়ল (২৫)। বুধবার (২৬ জানুয়ারী) সকালে বালিয়া গ্রামে উক্ত ঘটনা ঘটে। বর্তমানে তারা তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। আহতের অভিযোগ, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একই এলাকার আল-মামুন জুনিয়ার নামের মাদকসেবি এক যুবকরে নেতৃত্বে উক্ত হামলা চালানো হয়। উক্ত ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

 By সজীব মন্ডল, সহ-সম্পাদক
   By সজীব মন্ডল, সহ-সম্পাদক