তালা প্রতিনিধি : তালা উপজেলার তেতুঁলিয়া ইউনিয়নের কলিয়া গ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে আব্দুল জব্বার মোড়ল ফাউন্ডেশনের উদ্যোগে কলিয়া মোড়ল বাড়িতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পর উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। আব্দুল জব্বার মোড়ল ফাউন্ডেশনের সভাপতি মোঃ বজলুর রহমানের সভাপতিত্বে ও সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান, ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ, তেতুঁলিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউপি সদস্য দেলোয়ার হোসেন সোনা প্রমুখ ।

