তালা প্রতিনিধি : বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে তালা উইমেন্স জব ক্রিয়েশন সেন্টার হলরুমে বাল্যবিবাহ, জোরপূর্বক বিবাহ এবং যৌন সহিংসতা প্রতিরোধ বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়। উত্তরণ, ইয়ুথ এ্যামপাওয়ার্ড প্রজেক্টের বাস্তবায়নে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কারিগরি সহযোগিতায় এবং গ্লোবাল অ্যাফিয়াস্ কানাডার অর্থায়নে উক্ত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার এবং খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু। এ সময় ইয়ুথ এ্যামপাওয়ার্ড প্রজেক্টের ট্যোকনিকাল অফিসার নাজনিন নাহার, মনিটরিং অফিসার আইরিন স্টেভেন, প্রকল্প অফিসার যোয়াকিম মন্ডলসহ তালা উপজেলার ১২টি ইউনিয়নের ধর্মীয় নেতা, কমিউনিটি লিডার, সাংবাদিক, পিয়ারগ্রুপ, ইয়ুথ গ্রুপ, ইউনিয়ন শিশু সুরক্ষার কমিটির সদস্য উপস্থিত ছিলেন।
