তালা প্রতিনিধি : “বিপন্ন বন্যপ্রাণী রক্ষা করি, প্রতিবেশ পুনরুদ্ধারে এগিয়ে আসি” এই স্লোগানকে সামনে রেখে তালায় সেভ ওয়াইল্ড লাইফ সংগঠনের আয়োজনে বিশ^ বন্যপ্রাণী দিবস পালন করা হয়েছে। ৩ মার্চ (বৃহস্পতিবার) সকালে তালা বি,দে সরকারি উচ্চ বিদ্যালয় হল রুমে সেভ ওয়াইল্ড লাইফের সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান মোস্তাকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বন কর্মকর্তা মোঃ ইউনুচ আলী। বোরহান উদ্দীন বিশ^াসের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা থানার এস আই ফারুক হোসেন, সেভ ওয়াইল্ড লাইফ সংগঠনের উপদেষ্টা প্রভাষক গাজী আসাদুজ্জামান, শিক্ষক ময়নুল ইসলাম, শিক্ষক মোহাম্মদ আলী, সেভ ওয়াইল্ড লাইফের সিনিয়র সহ-সভাপতি মোঃ বাইজিত হোসেন, সাংগাঠনিক সম্পাদক জহর হাসান সাগর, কোষাধ্যক্ষ সাংবাদিক এম এ মান্নান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ ইমরান হোসেন প্রমুখ । এ সময় তপু ইসলাম, সাইদুর রহমান আকাশ, শাহনাজ পারভীন, শারমিন সুলতানা, নয়ন, সেভ ওয়াইল্ড লাইফের সকল সদস্যসহ তালা বি,দে সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
