শাহীন বিশ্বাস : তালা উপজেলার মাঝিয়াড়া গ্রামে আজ শনিবার দুপুর (১২টায়) বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বিশ্বাসের আয়োজনে তার নিজ বাসভবনে প্রধান মন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রার ধারাবাহিকতা ও তার দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত।
বীর মুক্তিযোদ্ধা মোঃ ময়নুল ইসলামের সভাপতিত্বে অতিথি সাতক্ষীরা জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিত সাধু, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ী, কৃষকলীগ নেতা ইন্দ্রজিত সাধু, আওযামীলীগ নেতা শাহাবুদ্দিন বিশ্বাস, শ্রমিকলীগ নেতা ডানলপ ও তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ। দোয়া অনুষ্ঠান শেষে দুপুরে প্রীতিভোজের আয়োজন করা হয় সমগ্র অনুষ্ঠান টি পরিচালনা করেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা জাহিদুর রহমান লিটু

