সমাজের আলো : কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা অনুযায়ী সাতক্ষীরার তালায় কুখ্যাত সন্ত্রাসী সাকু বাহিনী কতৃক বারবার সন্ত্রাসী হামলার শিকার প্রতিবন্ধী সাংবাদিক সিরাজুল ইসলামের পাশে দাঁড়ালো বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)।

সন্ত্রাসীরা মামলা তুলে নিতে বারবার হামলা সহ প্রাণনাশের ভয় দিচ্চিলো তাকে এবং তার পরিবারকে গৃহবন্দী করে রাখে।
এই অবস্থায় গতকাল মঙ্গলবার রাতে বিএমএসএস -এর চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান ও মহাসচিব মোঃ সুমন সরদারের কাছে সহযোগিতা কামনা করেন প্রতিবন্ধী সাংবাদিক সিরাজুল ইসলাম।
সাথে সাথে কেন্দ্রীয় নির্দেশনা ও দায়িত্ব দেয়া হয় কেন্দ্রীয় কমিটির সহ-সংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মোঃ শামিম খানকে। তিনি তালা থানার অফিসার ইনচার্জকে অবগত করেন; এবং আজ ২৭ জুলাই বুধবার সকালে তালা থানাধীন মুড়াগাছায় প্রতিবন্ধী সাংবাদিক সিরাজুল ইসলামের বাড়িতে যান।
মোঃ শামীম খান তাকে সার্বিক সহযোগিতা ও যে কোনো বিপদে তিনি নিজে স্বশরীরে এবং সংগঠন তার পাশে থাকবেন বলেও আশ্বাস দেন। আসামীরা বর্তমানে পলাতক।
বিএমএসএস-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান বলেছেন- এরপর প্রতিবন্ধী সাংবাদিক সিরাজুল ইসলামের আর একটি চুলের ক্ষতি হলে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রয়োজনে সাতক্ষীরায় কাফনের কাপড় পড়ে কর্মসূচী ঘোষণা ও বাস্তবায়ন করা হবে।
মহাসচিব মো: সরদার বলেছেন, যেখানেই সাংবাদিকদের বিরুদ্ধে হামলা-মিথ্যা মামলা ও নির্যাতন সহ কোনো সমস্যা-সেখানেই ছুটে যাবে বিএমএসএস। উল্লেখ্য, দীর্ঘদিন যাবত ভয়ংকর সন্ত্রাসী কোপা সাকু বাহিনী তালা খেশরা মুড়াগাছা সহ বিভিন্ন এলাকায় খুন দখলবাজি নারী কেলেঙ্কারি নাশকতা সরকার বিরোধী কর্মকান্ড হামলা লুটপাট সহ বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে। ভয়ঙ্কর এই সন্ত্রাসীর বিরুদ্ধে সংবাদ সংগ্রহ করায় তালার প্রতিবন্ধী প্রতিনিধি ও সংবাদকর্মী শেখ সিরাজুল ইসলামের উপর গত (৩০-মে) ২০২২ তারিখ রাতে শালিখা কলেজের সামনে সন্ত্রাসী সাকু বাহিনী হামলা লুটপাট চালায়। এরপর (১৩-ই) জুন সিরাজুল আদালত থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী বাহিনীর লোকজন মাগুরা এলাকা হতে অস্ত্রের মুখে জিম্মি করে ও মারপিট করে সিরাজুলের মোবাইল কাগজপত্র প্রেসকার্ড সহ মালামাল লুট করে। সন্ত্রাসীদের বিরুদ্ধে সিরাজুলের করা মামলা তুলে নিতে এবং সিরাজুলের বাড়ি জবর দখল নিতে (২৪) জুলাই আনুমানিক বিকাল (৫) ঘটিকার সময় সন্ত্রাসীরা সিরাজুলের বাড়িতে ভয়াবহ সন্ত্রাসী হামলা মারপিট ভাংচুর লুটপাট চালায়। এঘটনায় মামলা দায়ের সহ আন্দোলনের প্রস্তুতি চলছে। সন্ত্রাসী সাকু বাহিনী প্রতিবন্ধী সাংবাদিক সিরাজুলকে সপরিবারে হত্যার জন্য হুমকি দিয়ে বেড়াচ্ছে। সিরাজুল ও তার পরিবারের সবোর্চ্চ নিরাপত্তা দেয়ার জন্য সংগঠনের পক্ষ থেকে প্রশাসনের জোর হস্তক্ষেপ কামনা করেছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *