সমাজের আলো : তালায় সিগারেটে আগুন জ্বালানোর সময় পেট্রোলে আগুন লেগে একটি দোকান পুড়ে ছাঁই হওয়ার খবর পাওয়া গেছে। এতে দোকানীর প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে তালা উপজেলার শাহপুর নিরিবিলি বাজারের দোকানী রিপন ড্রাম হতে পেট্রোল বোতলজাত করছিলো। এ সময় তার এক আত্মীয় সিগারেট ধরানোর জন্য গ্যাস লাইট জ্বালায়। গ্যাসলাইটের আগুন পেট্রোলে খোলা বোতল কাছাকাছি থাকায় আগুন ধরে মুহূর্তে দোকানের সমস্ত মালামাল পুড়ে ভষ্মিভূত হয়। এসময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। স্থানীয় ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু ও খেশরা ক্যাম্প ইনচার্জ (এসআই) গোলাম রসূল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

