সমাজের আলো : কুষ্টিয়ায় হত্যাকাণ্ডে নিহত আসমা, তার ছেলে রবিন ও শাকিলকুষ্টিয়া শহরে প্রকাশ্যে মা-ছেলেসহ তিনজনকে দুটি করে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতদের ময়নাতদন্ত শেষ হওয়ার পর এ তথ্য জানা গেছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে লাশগুলোর ময়নাতদন্ত করার পর চিকিৎসক আজ রোববার বিকেলে এসব তথ্য জানান।ময়নাতদন্তকারী চিকিৎসকের নাম তাপস কুমার সরকার। তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও)। বিকেল সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত লাশ তিনটির ময়নাতদন্ত করার পর গণমাধ্যমকে তিনি বলেন, তিনজনকে দুটি করে ছয়টি গুলি করা হয়েছে। প্রত্যেকের মাথায় কাছ থেকে গুলি করা হয়েছে।জানা গেছে, প্রথমে ময়নাতদন্ত করা হয় শাকিল খানের, তার মাথার বাম পাশে গুলি করা হয়েছে। এ ছাড়া তার ডান পায়ের ঊরুতে গুলির চিহ্ন রয়েছে। আসমা খাতুনের মাথা ও গলায় গুলির চিহ্ন রয়েছে। শিশু রবিনের মাথায় ও পিঠে গুলির চিহ্ন রয়েছে।ময়নাতদন্তের সময় কারও শরীরেই গুলি পাওয়া যায়নি। তাপস কুমার সরকার জানান, ধারণা করা হচ্ছে নিহতদের শরীর ভেদ করে গুলিগুলো বাইরে বেরিয়ে গেছে। শিশু রবিন দৌঁড়ে পালানোর সময় তাদের গুলি করা হয়। প্রথমে তাকে পিঠে গুলি করা হয়, এতে সে পড়ে যায়। পরে হত্যাকারী তার মাথায় গুলি করে।রোববার বেলা সোয়া ১১টার দিকে শহরের ৬ নম্বর ওয়ার্ডের কাস্টমস মোড় এলাকায় হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *