প্রেস বিজ্ঞপ্তি: সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে উঠান বৈঠকের সময় উশৃঙ্খল অঙ্গ ভঙ্গি প্রদর্শনসহ বিভিন্ন সময়ে সংগঠন বিরােধী বক্তব্য দিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার কারনে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব এনামুল হক খােকনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (৩১ ডিসেম্বর) রাতে ধুলিহর ইউনিয়ন আওয়ামীলীগের প্যাডে সদর উপজেলা আ’লীগের সাধারণ-সম্পাদক শাহাজাহান আলী,

ধুলিহর ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ বোরহান উদ্দীন ও সাধারণ-সম্পাদক মিজানুর রহমান (বাবু)’র স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এনামুল হক খোকনের বহিষ্কারের তথ্য নিশ্চিত করা হয়েছে। বহিষ্কারের কারণ হিসেবে তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় ভাবমূর্তি

ক্ষুণ্ণ করার অভিযোগ রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। একই সাথে সাংগঠনিক কোন বিষয়ে আগামীতে তার সাথে কোনরুপ যোগাযোগ রক্ষা না করার জন্য দলীয় নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহবান জানানো হয়েছে এবং এরপর থেকে এনামুল হক খােকন কোথায়ও কোন দলীয় পরিচয় ব্যবহার করে সুবিধা নেওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *