সমাজের আলো : শুক্রবার রাতে দিল্লির ইসরাইল দূতাবাসের সামনে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। আইইডির মাধ্যমে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে পুলিশের খবর। এই ঘটনায় কেউ হতাহত না হলেও কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। আব্দুল কালাম রোডে অবস্থিত ইসরাইল দূতাবাসের সামনে কারা এই বিস্ফোরণ ঘটালো তা নিয়ে অনুসন্ধান শুরু হয়েছে। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিস্ফোরণের পরেই আগুন ধরে যায় এলাকায়। গোটা দিল্লিজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। পুলিশের টহলদারি চলছে।

			