ফরহাদ আহমেদ,জীবননগর(চুয়াডাঙ্গা):চুয়াডাঙ্গার সীমান্তবর্তী জীবননগর উপজেলা আওয়ামীলীগের দীর্ঘ ১৮ বছর পর আগামী ১৪ মার্চ সম্মেলন হতে যাচ্ছে। সম্মেলনকে কেন্দ্র করে ঝিঁমিয়ে পড়া নেতাকর্মিদের মধ্যে বিরাজ করছে উৎসব-আমেজ। অন্যদিকে সম্মেলনকে ঘিরে প্রস্তুতিও চলছে ব্যাপক ভাবে। মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে দীর্ঘদিন ধরে চলে আসছিল উপজেলা আওয়ামীলীগের কার্যক্রম।

সভাপতি পদে জোরালো কোন প্রতিদ্বদ্বী না থাকায় এবং বর্তমান কমিটির
সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মর্তুজা ক্লিন ইমেজের ব্যক্তি
হওয়ায় এবং তিনি আবারও সভাপতি হতে আপত্তি না তোলায় দলীয় অধিকাংশ
নেতাকর্মির বিশ্বাস তিনি আবারও নিশ্চিত উপজেলা আওয়ামীলীগের সভাপতি
হচ্ছেন। তবে তিনি উপজেলা পরিষদের নির্বাচনে বিদ্রোহী প্রার্থী থাকার
কারণে অনেকের ধারণা, তিনি আর সভাপতি হতে পারছেন না। কিন্তু কেন্দ্রিয়
আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাক্ষরিত একটি চিঠিতে তাকে মাফ করে দেয়া হয়েছে মর্মে প্রকাশ হওয়ায় হতাশ নেতাকর্মিরা আবার আশায় বুক বেঁধেছেন। উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মর্তুজা নেতাকর্মিদের নিকট একজন স্বচ্ছ,ত্যাগী ও পরিক্ষিত নেতা হিসাবে পরিচিত।

অন্যদিকে সাধারন সম্পাদক হিসাবে আলোচনায় রয়েছেন বর্তমান সাধারন সম্পাদক প্রাক্তন উপাধ্যক্ষ নজরুল ইসলাম, সাবেক জীবননগর পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ অমল, উদীয়মান তরুন নেতা জেলা ছাত্রলীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক উপজেলার কেডিকে ইউনিয়ন আওয়ামীলীগের বর্তমান সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান খায়রুল বাসার শিপলু, উথলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হান্নান, মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক কামরুল ইসলামের নাম শোনা যাচ্ছে।

এদের মধ্যে তরুন নেতা হিসাবে খায়রুল বাসার শিপলুর নাম বেশ আলোচনায় উঠে এসেছে। ইতিমধ্যেই তাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও বিভিন্ন বিলবোর্ড ব্যানার টানানো শুরু হয়েছে উপজেলা জুড়ে। জীবননগরের তরুন-যুবসমাজের দাবি সভাপতি হিসাবে প্রবীণ ব্যক্তি গোলাম মর্তুজার পাশাপাশি খায়রুল বাসার সাধারন সম্পাদক নির্বাচিত হলে নবীন-প্রবীনের নেতৃত্বে দল আরো গতিশীল হবে এবং দলীয় নেতাকর্মিদের মধ্যে ঐক্য ও শৃঙ্খলা বোধ তৈরী হবে।

তবে দলের প্রবীণ নেতাকর্মিদের মধ্যে সাবেক উপাধ্যক্ষ নজরুল ইসলামকে নিয়ে আলোচনা কম নয়। তিনি রাজনীতিতে একজন ক্লিন ইমেজের নম্র-ভদ্র,শান্ত প্রকৃতির নির্লোভ নেতা হিসাবে উপজেলার নেতাকর্মিদের নিকট গ্রহনযোগ্য ব্যক্তি। তার দীর্ঘদিনের রাজনীতির জীবনে কোন কলঙ্গের দাগ লাগেনি। তাই তো অনেক নেতাকর্মির দাবী নজরুল ইসলামকে বাদ দিয়ে কমিটি গঠন কঠিন হবে।

অন্যদিকে সাধারন সম্পাদক পদে হেভিওয়েট প্রার্থি আব্দুল লতিফ অমলের নামও নেতাকর্মিদের মধ্যে জোরেসোরে প্রচারিত হচ্ছে। সম্মেলনকে ঘিরে নেতাকর্মিদের মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপস্থিতিও অন্যদের তুলনায় সরব। তার কর্মি সমর্থকদের দাবী আব্দুল লতিফ অমল সাধারন সম্পাদক পদে একজন শক্ত প্রতিদ্বদ্বী। তিনি দীর্ঘদীন জীবননগর পৌর আওয়ামীলীগের দ্বায়ীক্ত অত্যান্ত স্বচ্ছাতার সাথে পালন করে এসেছে এবং জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনে তিনি দুইবারের নৌকা মনোনয়ন পাওয়া প্রার্থি।

পদ প্রত্যাশিদের মধ্যে সাধারন সম্পাদকের পদটি একটি গুরুত্বপুর্ণ পদ। সভাপতি-সম্পাদক পদ ছাড়া বাকি পদ-পদবি নিয়ে নেতাকর্মিদের মধ্যে তেমন কোন আলোচনা নেই বললেই চলে।

বাঁকা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান বলেন, গোলাম মর্তুজা হলো একজন রাজনৈতিক বটগাছ তাদে বাদ দিয়ে জীবননগর উপজেলা আওয়ামীলীগ গঠন করা সম্ভব নয়। তার রাজনৈতিক দুরদর্সিকতা আমাদের সকলেই জানা তাই তাই সভাপতি পদে তার কোনো বিকল্প নাই।

উপজেলা যুবলীগের সহ-সভাপতি মসলেম উদ্দিন ও হাসাদহ ইউনিয়ন যুবলীগের সভাপতি জুম্মাত মন্ডল বলেন, একাধারে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালে তার বিরুদ্ধে এখনও পর্যন্ত কেউ দুর্ণীতি,স্বজনপ্রীতি,সরকারী খাল-বিল ও হাট-ঘাট দখলের অভিযোগ তুলতে পারিনি। আওয়ামীলীগ দীর্ঘদিন সরকারে থাকলেও তার দুই উচ্চ শিক্ষিত সন্তানকে সরকারী কোন প্রতিষ্ঠানে চাকুরি দিতে পারিনি। বরং তিনি রাজনীতি করতে গিয়ে এ পর্যন্ত বাপ-দাদার ১৪ বিঘা জমি বিক্রি করেছেন। এর চেয়ে তার জন্য আর কি ক্লিন ইমেজ দরকার?

গোলাম মর্তুজা বলেন, নেতাকর্মিরা চাইলে আমি আবারও জীবননগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হতে চাই। আমি নেতাকর্মিদের থেকে ব্যাপক সাঁড়াও পাচ্ছি। যারা বলছেন,আমি উপজেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ছিলাম যে,কারণে সভাপতি হতে পারব না। কিন্তু আওয়ামীলীগের কেন্দ্রিয় কমিটি থেকে আমাদেরকে লিখিত ভাবে চিঠি দিয়ে ক্ষমা করে দেয়া হয়েছে। ফলে দলীয় পদ-পদবি পেতে আর কোন প্রতিবন্দকতা নেই।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *