সমাজের আলো : মরা গাছের নিচে দাঁড়িয়ে মাছ ধরা জাল বিক্রি করছিলেন আব্দুল হান্নান (৬০)। এসময় আকস্মিক গাছ থেকে একটি ডাল ভেঙে জাল বিক্রেতার মাথার ওপর পড়ে। আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন জাল বিক্রেতা। পরে সেখানেই মৃত্যু হয় তার।রবিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় দেবহাটা উপজেলার পারুলিয়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হান্নান তালা উপজেলার পাটকেলঘাটা থানার যুগিপুকুরিয়া গ্রামের নুরুল সরদারের ছেলে।গরুহাট ইজারাদারের আল ফেরদাউস আলফা জানান, মরা গাছ অপসরণ না হওয়ায় ডাল ভেঙে পড়ে আহত হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাট কমিটির মাধ্যমে রাতেই তার লাশ বাড়িতে পাঠানো হয়েছে।

