সমাজের আলো : দেবহাটায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যের জমি জোরপূর্বক দখলের বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি দায়ের করেছেন দেবহাটা উপজেলার কুলিয়া গ্রামের মৃত আব্দুল মজিদ সরদারের ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মহিউদ্দীন আহম্মেদ লাল্টু।
অভিযোগ মতে জানা গেছে, বিবাদী কুলিয়া গ্রামের আব্দুল হাই সিদ্দিক (৪০), সুফিয়া বেগম (৪৫), আবুল হোসেন (৫৫), সাইফুল ইসলাম, গফফার বিশ^াস (৫৫) ও কান্তা (৩৫) এর সাথে দীর্ঘদিন জমিজমা সংক্রান্ত বিষয়ে গোলযোগ চলে আসছে।
গত ৮ জুলাই, সকাল সাড়ে ১০টার দিকে উপরোক্ত বিবাদীগণ মহিউদ্দীন লাল্টুর পুকুর পাড়ের ঘেরাবেড়া ও বসতভিটার গাছগাছালি জোরপূর্বক কেটে দিয়ে মারাত্মক ক্ষতিসাধন করে। লাল্টু সেসময় বাড়িতে না থাকায় তার স্ত্রী তানজিলা খাতুন, পুত্রবধু স্বপ্না ও কন্যা ঋতু বিবাদীদের বাধা দিলে তাদেরকে বিভিন্ন প্রকারের ভয়ভীতি ও ক্ষতিসাধন করার হুমকি দিয়ে চলে যায়।
লাল্টু সেনাবাহিনীর একজন সাবেক সদস্য হিসেবে নিজের সম্পত্তি রক্ষা ও বিবাদীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় লিখিত অভিযোগটি করেছেন। দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ বিষয়টির সুষ্ঠু তদন্তপূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।
