আশরাফুল ইসলাম ঃদেবহাটার ইউএনও এ বি এম খালিদ হোসেনের সাথে দেবহাটা রিপোটার্স ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ০১মার্চ মঙ্গলবার দুপুর ১২টার সময় দেবহাটা রিপোটার্স ক্লাবের কার্যলয়ে দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি অহিদুজ্জামানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় মত বিনিময় সভায় বক্তব্য রাখেন দেবহাটার ইউএনও এ বি এম খালিদ হোসেন। বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আর.কে.বাপ্পা, সাংবাদিক ও সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, সিনিয়র সাংবাদিক ওমর ফারুক মুকুল । এসময় উপস্থিত ছিলেন দেবহাটা রিপোর্টাস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আকতার হোসেন ডাবলু, সহ-সভাপতি মেহেদী হাসান কাজল, যুগ্ন সম্পাদক রুহুল আমিন মোড়ল, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, কোষাধ্যক্ষ আবির হোসেন লিয়ন, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, তথ্য ও আ্ইন বিষয়ক সম্পাদক মনজুর কাদির, সাহিত্য ও প্রচার সম্পাদক তারেক মনোয়ার, কার্য্যনির্বাহী সদস্য জি.এম আব্বাসউদ্দীনসহ সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। দেবহাটার ইউএনও এ বি এম খালিদ হোসেন সাংবাদিকদের বলেন একজন সাংবাদিক আরেকজন সাংবাদিকের প্রতিপক্ষ নয়। আপনারা সব সময় সঠিক ও সত্য নিষ্ঠা সংবাদ প্রকাশ করবেন। যাহারা সিনিয়র সাংবাদিক তাদের জ্ঞান বৃদ্ধির জন্য সাংবাদিকতার উপর আরোও প্রশিক্ষন নিতে হবে এবং তার সাথে সাথে জুনিয়র সাংবাদিকদের কিভাবে সঠিক সংবাদ লিখতে হবে শিখাতে হবে। সভায় সাংবাদিকবৃন্দ রিপোর্টাস ক্লাব সহ উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি সাংবাদিকদের সাথে একমত পোষন করে তাদের সকল সমস্যা সমাধান সহ বর্তমান সরকারের উন্নয়ন মূলক কাজ গুলো সাংবাদিকদের লিখনের মাধ্যমে তুলে ধরার আহবান জানান।

