সমাজের আলো : দেবহাটা থানায় জিআর সাজাপ্রাপ্ত আসামীসহ ওয়ারেন্টভূক্ত ৬ আসামী গ্রেপ্তার হয়েছে। আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে তাদেরকে।
পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর দিক নির্দেশনায় এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহর নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে এসআই হাফিজুর রহমান, এসআই নূর মোহাম্মাদ মোস্তফা, এএসআই সুজিত কুমার বিশ্বাস, এএসআই মোজাহিদুল ইসলাম, এএসআই এসএম মোজাম্মেল ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় দেবহাটা থানার বিভিন্ন এলাকা থেকে পা: জারী-১১/২১ (দেব:) এর আসামী মেহেদী হাসান, জিআর-২৮৩/১৩ এর আসামী হাবিবুর রহমান বাবু, সিআর-১৭৪/২১(দেব:) এর আসামী সালমা বেগম, না: শি: ৩৩০/১৯ এর আসামী ক্ষিতিশ মন্ডল, না: শি:-৩৩০/১ এর আসামী কালিদাসী মন্ডল, না: শি: ৩৩০/২১ এর আসামী রানু বর্মনকে গ্রেপ্তার করেন।

