সমাজের আলো: দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা এর নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে আজ সোমবার (১০ আগস্ট) এসআই হুমায়ুন কবির, সঙ্গীয় এএসআই সুজিত বিশ্বাসসহ ফোর্স এর সহায়তায় দেবহাটা থানাধীন বসন্তপুর গ্রামের মৃত্যু জুড়ন সরদার এর ছেলে ফজর আলি সরদার (৬৫) কে বসত বাড়ী থেকে গাঁজাসহ গ্রেফতার করেন। এ সংক্রান্তে দেবহাটা থানায় মাদক আইনে মামলা রুজু হয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
