আশরাফুল ইসলাম,দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় সোমবার ১১ অক্টোবর থেকে ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজা। এই উৎসবকে ঘিরে সনাতন ধর্মাবলম্বী মানুষদের মধ্যে আন্দঘন পরিবেশ বিরাজ করছে। কিন্তু মহামারী করোনার কারনে সরকারী নির্দেশনা মেনে কিছুটা নিয়মের মধ্যে থেকে এই উৎসবটি উদযাপন করতে হচ্ছে। তবে করোনার কারনে নিমধ্যবিত্ত মানুষেরা কিছুটা বিপাকে রয়েছে। সেই অসহায় মানুষদের সাহার্য্যে এগিয়ে এসেছেন দেবহাটার ক্ষুদ্র ব্যবসায়ী ও সমাজসেবক ঝন্টু দে। তিনি সোমবার মহাষষ্ঠীর দিন সকালে দেবহাটাস্থ তার নিজস্ব বাসভবনে দেবহাটাসহ আশেপাশের কয়েকটি গ্রামের প্রায় ২শতের অধিক অসহায় ও দুঃস্থ মানুষদেরকে শাড়ি ও লুঙ্গী বিতরন করেছেন। ঝন্টু দে জানান, মানবধর্মই সবচেয়ে বড় ধর্ম। এই দূর্গাপূজায় অসহায় মানুষেরা নতুন কাপড় পরে আনন্দ করবে এটাই বড় পাওয়া। তিনি সমাজের বিত্তবান মানুষদের মানুষের কল্যানে এগিয়ে আসার আহবান জানান। ব্যবসায়ী ও সমাজসেবক ঝন্টু দের অসহায় দুঃস্থদেরকে বস্ত্র বিতরন অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে দেবহাটা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আর.কে.বাপ্পা, ঝন্টু দের সহধর্মীনি চম্পা দে, দেবহাটা প্রেসক্লাবের সহ-সভাপতি রফিকুল ইসলাম, সঙ্গীত শিল্পী ডাঃ মোবারক হোসেন, ব্যবসায়ী কার্তিক কুমার প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ঝন্টু দে প্রতিবছর দূর্গাপূজায় অসহায়দের মাঝে শাড়ি ও লুঙ্গী বিতরন করে আসছেন।

