সমাজের আলো : ইদ্রিস আলী সরদার নামের এক ব্যক্তিকে পাঁকা পিলারে বেঁধে নির্যাতন এবং জীবন নাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। তিনি দেবহাটা উপজেলা সদরের মোক্তার আলী সরদারের ছেলে ।এব্যাপারে ভূক্তভোগী বাদি হয়ে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই শনিবার দেবহাটা বাজার থেকে বাড়ি যাওয়ার সময় দুপুরে এ ঘটনা ঘটে। এসময় ওৎ পেতে থাকা একই গ্রামের রবিউল ইসলাম ও আবারুল ইসলাম দুই ভাই তাদের বাড়ির সামনে থেকে ইদ্রিস আলী সরদারকে ধরে টানা হেচড়া করে বাড়িতে নিয়ে যায়। পরে তাকে তাদের সিঁড়ির পাঁকা পিলারের সাথে বেঁধে বিভিন্ন ভাবে নির্যাতন করতে থাকে। পরে স্থানীয় এক শিক্ষক এসে একটি সাদা কাগজে স্বাক্ষর নিয়ে ছেড়ে দেওয়ার কথা বলে। কিন্তু ইদ্রিস সাদা কাগজে স্বাক্ষর দিতে রাজি না হলে রবিউল ও আবারুল বলে বাড়ির সামনের রাস্তায় হাটলে এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে বোনের দেওয়া মামলা তুলে না নিলে তোদের খবর করে দেব বলে বিভিন্ন হুমকি দেয়। উল্লেখ্য, গত ২৮-০৭-২০২১ তারিখ ইদ্রিসের বোন মিনা পারভীনের সাথে পানি সরানোকে কেন্দ্র করে একটি গোলযোগের ঘটনায় রবিউল ইসলামসহ ৬জনকে অভিযুক্ত করে দেবহাটা থানায় একটি এজাহার দায়ের করে। এব্যাপারে রবিউল ইসলামের কাছে জানতে চাইলে তিনি ঘটনার বিষয়ে অস্বীকার করে জানান, এধরনের কোন ঘটনা ঘটেনি। এ বিষয়ে দেবহাটা থানার ওসি বিপ্লব সাহা বলেন, ঘটনার বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

