আশরাফুল ইসলাম,দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় ৩০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ আসামী আটক হয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে দেবহাটা থানায় মামলা দায়ের করেছে। পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর দিক নির্দেশনায় এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহর তত্ত্বাবধানে
দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে এসআই (নিঃ) নূর মোহাম্মাদ মোস্তফা ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় দেবহাটা থানাধীন ১ নং কুলিয়া ইউপি এর পূর্ব কুলিয়া (পালপাড়া) গ্রামস্থ জনৈক অনিল ঘোষ এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে রাত ১১ টার দিকে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আসামী ১. মাসুদ রানা (২৬), পিতা- আলম সরদার, গ্রাম- পুষ্পকাটি, থানা- দেবহাটা, জেলা -সাতক্ষীরা এবং ২. রাকিবুল হাসান @ রাকিব (২৩), পিতা- রেজাউল হোসেন বাবু , গ্রাম- পুরাতন সাতক্ষীরা (সেকেন্ড অফিসার মোড়), থানা- সাতক্ষীরা সদর, জেলা–সাতক্ষীরাদেরকে গ্রেফতার করেন। আটককৃতদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

