সমাজের আলো : গত ২৪ ঘণ্টায় নতুন ১ হাজার ১৫৩ রোগী করোনাভাইরাসের আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। এর মধ্যদিয়ে দেশে করোনায় শনাক্তের সংখ্যা মোট ৫ লাখ ৭১৩ জনে দাঁড়িয়েছে।আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানোর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানা যায়। সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তদের মধ্যে ৩৮ জনের মৃত্যু হয়েছে। এতে দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর রোববার সকাল পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭ হাজার ২৮০ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তি থেকে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৩১৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ১ হাজার ১৫৩ রোগী শনাক্ত হয়েছে এবং এই সময়ে আক্রান্ত রোগী মারা গেছেন ৩৮ জন। গত এক দিনে আরও ১ হাজার ৯২৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন; তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৩৭ হাজার ৫২৭ হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *