সমাজের আলোঃ প্রায় ২ মাসেরও বেশি সময় পর দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু হতে যাচ্ছে। আগামী ১লা জুন থেকে ফ্লাইট চালু হবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান জানান, প্রাথমিকভাবে শুধু ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চলবে। সৈয়দপুর বিমানবন্দরেও ফ্লাইট চলাচল চালুর চিন্তাভাবনা চলছে।
তিনি আরও জানান, আপাতত স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে ডমেস্টিক ফ্লাইট চলাচল শুরু হবে। এক সপ্তাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরে অন্য সিদ্ধান্তগুলো নেয়া হবে। এছাড়া সপ্তাহ খানেকের মধ্যে যদি এই চারটি বিমানবন্দর স্বাস্থ্যবিধি মেনে যাত্রী ও ফ্লাইটের প্রয়োজনীয় সুযোগ-সুবিধাগুলো নিশ্চিত করতে পারে তাহলে অন্যসব বন্দরগুলোকেও ফ্লাইট চলাচলের অনুমতি দেয়া হবে।
প্রাণঘাতি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ২১শে মার্চ থেকে ৩১শে মার্চ পর্যন্ত যুক্তরাজ্য, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে এবং অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দিয়েছিল বেবিচক।

এরপর আরেকটি আদেশে চীন বাদে সব দেশের সাথে ৭ই এপ্রিল পর্যন্ত বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। এই নিষেধাজ্ঞা সরকারি সাধারণ ছুটির সাথে সমন্বয় করে পর্যায়ক্রমে ১৪ই এপ্রিল, ৩০শে এপ্রিল, ৭ই মে, ১৬ই মে এবং ৩০ই মে পর্যন্ত বাড়ানো হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *