সমাজের আলো। ।দেশে আইনশৃঙ্খলা নিজের হাতে তুলে নিয়ে মধ্যযুগীয় বর্বরোচিত কায়দায় পিটিয়ে হত্যা বা গণপিটুনিতে হত্যা করার মতো পৈশাচিক ঘটনা থেমে নেই। দেশে অস্থিতিশীল ও অরাজকতার পরিস্থিতি সৃষ্টির উদেশে পরিকল্পিতভাবে এই ধরনের নির্মম, নৃশংস হত্যাকা-ের ঘটনা ঘটানো হচ্ছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। গত নয় মাসে দেশের বিভিন্নস্থানে অন্তত ৩০ জন গণপিটুনিতে নির্মমভাবে হত্যা করা হয়েছে। গত ১০ বছরে পিটুনি ও গণপিটুনি দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে সহ¯্রাধিক ব্যক্তিকে, যার মধ্যে বেশিরভাগই নিরীহ, নির্দোষ। সন্দেহ, গুজব, অপপ্রচারের মাধ্যমে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা, নির্যাতন, গণপিটুনি, লাশ আগুনে পুড়িয়ে ফেলার মতো ঘটনা ঘটছে। ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে দেশে বিশৃঙ্খলা, অরাজকতা, নৈরাজ্য সৃষ্টি করে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা হচ্ছে। এসব ঘটনা ফৌজদারি অপরাধ হলেও বেশিরভাগ ক্ষেত্রেই মামলা দায়ের হলেও কাউকেই বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে দৃষ্টান্তমূলক শাস্তিদানের নজির নেই বললেই চলে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ খবর জানা গেছে।
