সমাজের আলো: মা–বাবাকে খুব ভালোবাসে। তবে ধর্ষণের ঘটনা কোনোভাবেই মেনে নিতে পারছে না—এমন কথা লেখা একটি চিরকুট ১৩ বছরের এক কিশোরীর বিছানার পাশে পাওয়া গিয়েছিল। পুলিশ বলছে, আত্মহত্যা করার আগে সে এই চিরকুট লিখে রেখে যায়। পুলিশ ও মামলার নথি থেকে জানা যায়, রাজধানীর যাত্রাবাড়ী এলাকার বাসা থেকে গত ২৯ জানুয়ারি বিকেলে দুই বোন (একজনের বয়স ১৩, অন্যজনের ৭) বের হয়। মায়ের সঙ্গে রাগ করে বেরিয়ে যায় তারা। বড় বোন তার এক বান্ধবীকে (১৪) সঙ্গে নেয়। ঘুরতে ঘুরতে তিনজন জুরাইন এলাকায় চলে যায়। রাতে জুরাইনের বাসস্ট্যান্ডে একটি বাসে তারা ঘুমিয়ে পড়ে। ভোররাতে বাস থেকে নেমে তারা জুরাইনের একটি দোকানের সামনে আসে। সেখানে তাদের সঙ্গে একজন নিরাপত্তারক্ষীর পরিচয় হয়। এরপর সেখানে রিকশায় করে আসে দুই কিশোর। তিনজনকে বাড়িতে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়ে রিকশায় করে তারা নিয়ে যায়।


