সমাজের আলো রিপোর্ট: জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে দফায় দফায় মারপিট, শ্লীলতাহানি, বাড়ি-ঘর ভাংচুর, আম লুট করে লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি সাধন করেছে প্রতিপক্ষরা। এসব করেই ক্ষ্যান্ত হয়নি প্রতিপক্ষরা। বাড়ির একটি বড় খাসি ছাগল ধরে জবাই করে মাংস পর্যন্ত নিয়ে যায় দম্ভের সাথে। পরে রাতে বড় আকারে আয়োজন হয় ভূরিভোজ। খবর পেয়ে সাতক্ষীরা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ৮টি মোটরসাইকেল ও রান্না করা ছাগলের মাংস সহ ভূরিভোজের কাজে ব্যবহৃত জিনিসপত্র জব্দ করে নিয়ে যায়। এ ঘটনায় সাতক্ষীরা থানায় মামলা হয়েছে।
মামলা সূত্রে প্রকাশ, সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ইউনুচ আলী সরদারের পুত্র জাহারুল ইসলামের সাথে একই গ্রামের তারাচাদ সরদারের পুত্র আঃ মজিদের ১০ কাঠা জমি নিয়ে পূর্ব থেকে শত্রুতা চলে আসছিল।
মামলার বাদী ইউনুচ জানায়, গত শনিবার ( ৯ মে) দুপুর অনুমান সাড়ে ১২ টার দিকে লোহার রড, কুড়াল, বাঁশের লাঠিসহ দেশীয় অস্ত্র শ^স্ত্র সজ্জিত হয়ে বে-আইনী ভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে আমার বাড়িতে ঢুকে বাড়ির সদস্যদের মারপিট করতে থাকে। আমার স্ত্রীর পরনের কাপড় টানিয়া শ্লীলতাহানি ঘটায়। এছাড়া আমার মা ও বাবাকে মারপিট করে মারাত্মক রক্তাক্ত জখম করে, আমার চাষের আম গাছ থেকে ২০ মন আম পেড়ে নেয়। এতে করে আমার বাড়ি ভাংচুরসহ প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে। আর এই ঘটিত বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে মীমাংসার কথাবার্তা চলার একপর্যায়ে গত মঙ্গলবার (১২ মে) বিকালে ১২/১৪ টি মোটর সাইকেল যোগে ধুলিহর কাছারীপাড়া গ্রামের শেখ আহম্মেদ হোসেন কচির পুত্র মোঃ বাদশা শেখ (৩৫), মনি (২৫), মাহবুব (৩৮), সম্রাট (৩০), গোবিন্দপুর গ্রামের তারাচাদ সরদারের পুত্র আঃ মজিদ (৫৫), পুত্র মোঃ মশিউর রহমান (৩২), মোঃ আছাফুর রহমান(৩৭), কাজীরবাসা গ্রামের আবুল হোসনের পুত্র মোঃ ফারুক হোসেন (২৪), বড়দল গ্রামের মতলেবের পুত্র ফজলু (৩৫), দহাকুলা গ্রামের তাজেল উদ্দীন সরদারের পুত্র মাসুদ রানা (৩৪) সহ অজ্ঞাতনামা ৫/৬ জন আসামীরা দেশীয় অস্ত্র শ^স্ত্র নিয়ে আমার বাড়ি ভাংচুর,মারপিটসহ আমার পোষ্য লাল রংয়ের ছাগলটি জবাই করে মাংস নিয়ে চলে যায়। এ ঘটনায় থানায় মামলা করার চেষ্টা করলে জীবনে শেষ করিয়া ফেলবে বলে দফায় দফায় হুমকী প্রদর্শন করে যাওয়ার সময় পরিবারের সদস্যদের উপর। পরে থানায় ঘটনাটি অবহিত করলে থানার পুলিশ সদস্যরা এসে ৮টি মটর সাইকেল ও রান্না করা ছাগলের মাংসসহ রান্নার কাজে ব্যবহৃত জিনিসপত্র জব্দ করে। এসব ঘটনায় সাতক্ষীরা সদর থানায় মামলা হয়েছে। যার মামলা নং-২৩/২০২০, তাং-১২/০৫/২০২০ ইং। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার ওসি (তদন্ত) আবুল কালাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
একটি সূত্র জানায়, বাদশা, মনি, মাহবুব, সম্রাট, মশিউর রহমান ও মাসুদ রানা এলাকার উঙ্খৃল ও চিহ্নিত মাদকসেবী। তাদের বিরুদ্ধে থানা ও পুলিশের কাছে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। তারা অর্থের বিনিময়ে জমি দখল, মৎস্য ঘের দখলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে থাকে। এছাড়া এলাকায় তারা হুমকি-ধামকি, ভয়ভীতি ও ত্রাস সৃষ্টির মাধ্যমে বিভিন্ন চাঁদাবাজী পেশার সাথে জড়িত। এদের রয়েছে একটি উঠতি বয়সী কিশোর গ্যাং। বর্তমানে তারা ধুলিহর ইউনিয়নের এক নব্য চেয়ারম্যান প্রার্থীর নাম ভাঙ্গিয়ে এলাকায় ব্যাপক আধিপত্য বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এদের মধ্যে মাসুদ রানা পুলিশের খাতায় ফেরারী আসামী। তার নামে ২০১৩ সালে গাছ কাটা, নাশকতা, মামুন হত্যা সহ প্রায় দুই ডজন মামলা রয়েছে। দীর্ঘদিন ভারতে পালিয়ে থেকে আবারও সে এলাকায় ফিরে পুরনো অপরাধ সম্রাজ্যে ভিড়ে গেছে। সে বর্তমানে পালিয়ে থেকে অপরাধ করে বেড়াচ্ছে।
