সমাজের আলোঃ দেশব্যাপী ‘আলোচিত প্রেমিকা’ বরগুনার মিন্নির ন্যায় ঝালকাঠিতেও এক তরুণীর আর্বিভাব ঘটেছে। একের পর এক প্রেম, বাধা হয়ে দাঁড়ালেই জীবনে নামিয়ে দেয় কালো মেঘের ছায়া। যার খেসারত দিতে গিয়ে এক তরুণসহ পাঁচ যুবক ঘুরপাক খাচ্ছে। এদের মধ্যে এক তরুণের সর্বস্ব কেড়ে নেয়ার পর এখন তাঁর জীবন নিয়ে টান দিয়েছে। কিন্তু ঘটনাচক্রে তা আঁচ করতে পেরে প্রাণে রক্ষা পাওয়া ওই তরুণের দৌঁড়ঝাপে বেড়িয়ে আসছে কিভাবে ঝালকাঠির তরুণী সুরমা পাঁচ জনের সাথে সমান্তরালে প্রেম সম্পর্ক গড়ে তুলেছিল। বিয়ে নয়, আর্থিক স্বার্থ লুটে নেয়ার চেষ্টায় প্রেম প্রত্যাশী যুবকদের সবাই কমবেশি প্রতারিত হয়েছেন। সেই সাথে নিজের স্বামীর সাথেও প্রতারণা করে নিজেকে অষ্টাদশী হিসেবে উপস্থাপন করেন। এবার তার সিরিজ প্রেমের আদ্যপান্ত ফাঁস হয়ে গেলে তা ধামাচাপা দিতে এখন বিদ্রোহী ওই তরুণ প্রেমিককে কিভাবে বাগে আনা যায় সেই কৌশলে ব্লাক মেইলের চেষ্টা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। শেষান্তে দু’জনের তিক্ততায় বরগুনার মিন্নির কারণে রিফাত হত্যাকান্ডের এক বছর পূর্তির মাঝে সেই ঘটনার ন্যায় ঝালকাঠিও ঘটতে যাচ্ছিল আরেক কাহিনী। যার নায়িকা সুরমা। বরিশালের মিডিয়াপাড়ায় কাকতালীয়ভাবে এ খবর পৌছে যাওয়ায় জানা গেলো সুগান্ধা নদীর তীরের বাসিন্দা তরুণী সুরমা কিভাবে ছদ্মনাম ব্যবহার করে নিত্য নতুন যুবকদের প্রেমের ফাঁদে ফেলেছিল বা ফেলছে। সেক্ষেত্রে নিজের মামার সাথেও প্রেম সম্পর্ক গড়ে তুলতেও তার বিবেক তাড়িত করেনি।
একাধিক সূত্র জানায়, ঝালকাঠির কাঠপট্টি এলাকায় বেকারী শ্রমিক আব্দুর রহিমের কন্যা সুরমা শিক্ষাদিক্ষায় কলেজের গন্ডি না পেরুলেও তার প্রেমের সীমানা যেমন বিস্তৃত, তেমনি এক একটি ঘটনা চলচ্চিত্রের কাহিনীকেও হার মানায়। যতদূর জানা গেছে, ১৩ বছর বয়সেই শুরু হয় তার প্রেম প্রতারণা। পার্শ্ববর্তী উপজেলা নলছিটির যুবক জাকিরকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের পিড়িতে বসাতে বাধ্য করেন। অর্ধশিক্ষিত স্বামী জাকির তার বাবার ন্যায় পেশায় বেকারী শ্রমিক। এক সময় তাকে ধর্ম চাচা হিসেবে সম্মোধন করতো। পরবর্তীতে স্বামী হিসেবে জাকিরকে তার আর মনে ধরেনি। অথচ ঘর আলোকিত করে এক ছেলে সন্তান ভূমিষ্ঠ হলেও তাদের মধ্যেকার স্বামী-স্ত্রীর সম্পর্ক গভীর হয়নি। কারণ পরকীয়ায় আসক্ত স্ত্রী সুরমা স্বামী জাকিরের অগোচরে বরিশাল শহরের বিত্তশালী পরিবারের এক যুবকের সাথে সম্পর্ক গড়ে তোলে। সেখানেও নিহিত রয়েছে নাটকীয় কাহিনী। বরিশালের ওই যুবকের পিতা পল্লী বিদ্যুতের ঠিকাদার হওয়ায় সংগত কারণে ঝালকাঠিতে সুরমার বাড়ি সংলগ্ন তাদের একটি প্রকল্পের কাজ দেখভাল করার জন্য প্রায় যাতায়াত করায় তার নজরে পরে। এক পর্যায় এই যুবককে কৌশলে প্রেমের ফাঁদে ফেলার চেষ্টায় পিছু নেয় এবং শেষান্তে সফল হয়। একাধিক প্রত্যক্ষদর্শী জানান, বরিশাল থেকে আগত ওই যুবক তার মোটরবাইকের পিছনে সুরমাকে স্ত্রীর ন্যায় প্রায় চলতে দেখা যায়। ঘটনাচক্রে কোন একদিন গাবখান ব্রীজের ওপর সুরমাসহ ওই যুবক একান্তে বসা অবস্থায় স্বামী জাকিরের চোখে পরে। এরপর ভেঙ্গে যায় তাদের দাম্পত্য জীবন। অবশ্য বরিশালের রূপাতলী এলাকার সেই যুবকও এই তরুণীর চারিত্রিক বৈশিষ্ট্য অবগত হওয়ায় তার সম্পর্ক বেশি দিন স্থায়ী হয়নি। এমন অভিব্যক্তি প্রকাশ করে ওই যুবক নিজের নাম পরিচয় গোপন রাখার শর্তে এই প্রতিবেদককে বলেন, রাতের পর রাত ফেসবুক ম্যাঞ্জেজারে আলাপচারিতায় তাদের সম্পর্ক স্বামী-স্ত্রীর ন্যায় রূপ নিচ্ছিল। ওই যুবকের সাথে সম্পর্কের ছেদ না ঘটতেই সুরমার চোঁখে পরে বরিশাল শহরের পরিচিত আরেক মুখ এক তরুণের দিকে। সম্পর্কে চাচতো মামা এই তরুণ বছর দুই পূর্বে নলছিটি একটি সামাজিক অনুষ্ঠানে সুরমার নানা বাড়ি ডেমরা গ্রামে গেলে সেখানে তাদের মধ্যে পরিচয় ঘটে। অনুষ্ঠানে সুরমার মা ভাই সম্পর্কের ওই তরুণকে দীর্ঘদিন পর দেখা পাওয়ায় তার ফোন নম্বর নেয়, বরিশালে আসলে প্রয়োজনে যোগাযোগ করার উদ্দেশে। কিন্তু সুরমা কৌশলে মামার সেলফোন নম্বর মায়ের কাছে থেকে সংগ্রহ করে ইমুতে কোন একরাতে ‘হায়’ জানায়। গভীর রাতে ‘আনিকা তাবাসুম’ নামের ওই ইমু থেকে ‘হায়’ দেয়ায় বিস্মিত তরুণ প্রতি উত্তরে জানতে চায় তার পরিচয়। এ সময় সুরমা নিজেকে আনিকা পরিচয় দিয়ে তার সেই সময়কার অবস্থান চট্টগ্রামে জানিয়ে ঝালকাঠির বাসিন্দা হিসেবে নিজেকে উপস্থাপন করে। বাবা আইনশৃঙ্খলা বাহিনী র্যাবে চাকুরী করে, নিজে কলেজে অধ্যায়নরত, এমন উক্তির মাধ্যমে সম্পর্কে চাচতো মামা ওই তরুণের কাছে নিজের পরিচয় গোপন রাখে। ২০১৮ সালের এই ঘটনার সূচনার এক পর্যায় ইমো থেকে মোবাইলে প্রতিদিন আলাপে উভয়ের মধ্যে সম্পর্ক গভীর হয়ে ওঠে। রূপ নেয় প্রেমিক-প্রেমিকা! এসময় বলা হয় সুরমা নামের তার এক বান্ধবী রয়েছে, যেকিনা ঝালকাঠিতে বসবাস করে। কিন্তু কোন একদিন ঘটনাচক্রে প্রকাশ পায় এই আনিকায় সেই সুরমা। কিন্তু তখন মামা-ভাগ্নির অসম প্রেম হওয়ায় সেখান থেকে বেড়িয়ে আসতে চেয়েছিল ওই তরুণ। এরপর সুরমা স্বীকার করে নেয় সম্পর্কে গড়ে তুলতেই ছদ্মবেশ ধারণ করেছিল এবং তিনি ঝালকাঠিতে বসবাস করে করে জানিয়ে মামা সম্পর্কের ওই তরুণকে প্রকৃত অর্থে ভালোবাসেন তার প্রমাণ দিতে তাদের বাসায় আমন্ত্রণ জানায়। আত্মীয়তার সূত্র ধরে সুরমার ঝালকাঠির কাটপট্টির বাসায় ওই তরুণ নিমন্ত্রিত হয়ে একদিন সন্ধ্যায় উপস্থিত হলে ওই তরুণী পূর্বপরিকল্পনা অনুযায়ী তার সাথে রাত্রিযাপনের কৌশল নিয়ে তাকে ম্যানেজ করতে সক্ষম হয়। জানা যায়, সুরমা ওই রাতে বাবা-মাকে খাবারের সাথে ঘুমের ওষুধ খাইয়ে গভীর ঘুমে রেখে দুইজনে শারীরিক সম্পর্কে মিলিত হয়ে প্রেমের প্রতিদান দেয়। এভাবে প্রায় দুই বছরকাল দুইজনের মধ্যে সম্পর্কের গভীরতায় শেষ সীমানায় পৌঁছে যায়। প্রায়শঃ ওই তরুণীর ঝালকাঠির বাসায় যাতায়াতে তাদের সম্পর্ক স্বামী-স্ত্রীর ন্যায় রূপ নেয়।
বিষয়টি সুরমার বাবা-মাও আঁচ করতে পারলেও সম্ভাব্য আর্থিক সুযোগ-সুবিধা পাওয়ায় মৌন সম্মতি জানায়। তাদের নিরব সম্মতি এবং বরিশালে বিভিন্ন কাজে ওই তরুণকে ব্যবহার করায় ওই পরিবারের সম্পর্ক আরও দৃঢ় হয়। শুধু সুরমার বাবা-মা নয়, স্থানীয়রাও এই তরুণ-তরুণীর প্রেমের সম্পর্ক আঁচ করতে পারলেও মামা-ভাগ্নি পরিচয় দেয়ায় কেউ বিষয়টি নিয়ে মাখামাখি করতে আগ্রহী হয়নি জানিয়েছে স্থ

